বাংলাদেশ দলে হামজার সঙ্গে ইতালি প্রবাসী ফাহামেদুল

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সেখানে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে সদ্যই চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ধারে যোগ দেওয়া অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী। ডাক পেয়েছেন ইতালি প্রবাসী তরুণ মিডফিল্ডার ফাহামেদুল ইসলামও।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কাবরেরা।

বাংলাদেশ দলে অবশ্য ইংল্যান্ড প্রবাসী হামজার ডাক পাওয়া অনুমিতই ছিল। লম্বা প্রক্রিয়ার পর গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন তিনি। এর আগে আগস্টে পান বাংলাদেশি পাসপোর্ট। গত মে মাসে এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন হামজা। তার নানা বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়।

১৮ বছর বয়সী মিডফিল্ডার ফাহামেদুল খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়াতে। চলতি মাসেই তিনি সেখানে পাড়ি জমিয়েছেন। সিরি ডিতে 'জি' গ্রুপে রয়েছে অলবিয়া। এর আগে ফাহামেদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে।

বাছাইপর্বে 'সি' গ্রুপে রয়েছে বাংলাদেশ। ভারত ছাড়া এই গ্রুপের বাকি দুই দল হংকং ও সিঙ্গাপুর। পয়েন্ট তালিকার শীর্ষ দল ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশের প্রাথমিক দল:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন,তারিক কাজী,তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, ফাহামেদুল ইসলাম ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন ও পিয়াস আহমেদ নোভা।

Comments

The Daily Star  | English

We’ll respond to politics with politics, not with religion: Fakhrul

BNP unfazed by Jamaat’s efforts to form alliance with Islamist parties, he says

1h ago