ফের রিয়ালকে মোকাবিলার আগে মারমুশের হ্যাটট্রিকে সিটির বড় জয়

ছবি: এএফপি

আগামী বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামবে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে দুই দলের প্রথম লেগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দুবার লিড নিয়েও শেষমেশ ৩-২ গোলে হার মানে পেপ গার্দিওলার শিষ্যরা। সেই ক্ষত সামলে মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশের দুর্দান্ত হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেল সিটিজেনরা।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ইতিহাদে ৪-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। ২৫ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ফিরেছে তারা।

প্রথমার্ধেই হ্যাটট্রিক করে প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের চালকের আসনে বসিয়ে দেন মারমুশ। গত মাসে শীতকালীন দলবদলে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে সিটিতে নাম লেখান তিনি। নতুন ঠিকানায় সব প্রতিযোগিতা মিলিয়ে আগের চার ম্যাচে কোনো গোল ছিল না তার। সেই অপেক্ষার পালার অবসান মারমুশ ঘটালেন অসাধারণ পারফরম্যান্সে। প্রথম গোলের মাত্র ১৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন ২৬ বছর বয়সী ফুটবলার। দ্বিতীয়ার্ধের শেষদিকে ব্যবধান বাড়ান বদলি নামা জেমস ম্যাকাটি।

চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়ন রিয়ালের কাছে শেষ মুহূর্তের গোলে হারের আগে প্রিমিয়ার লিগের সবশেষ রাউন্ডেও পরাস্ত হয়েছিল ম্যান সিটি। আর্সেনালের মাঠে তারা ধরাশায়ী হয়েছিল ৫-১ গোলে। এবার তারা জয়ে ফিরল প্রত্যাশিত নৈপুণ্য দেখিয়ে।

মাঝমাঠের দুই অভিজ্ঞ তারকা কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভাকে ছাড়াই এই ম্যাচের একাদশ সাজান কোচ গার্দিওলা। তাদের শূন্যতা অনুভব করতে দেননি ফিল ফোডেন-ইল্কাই গুন্দোয়ান-নিকো গঞ্জালেজরা। ৬২ শতাংশ সময় বল দখলে রাখা স্বাগতিকরা নিউক্যাসলের গোলমুখে শট নেয় ১১টি। এর মধ্যে লক্ষ্যে ছিল সাতটি।

একপেশে ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় সিটি। এদারসনের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের মুখ থেকে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান মারমুশ। গোলে সহায়তা করে রেকর্ডের পাতায় নাম লেখালেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হয়েও সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট এখন এদারসনের। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি গোলে সহায়তা করেছেন সাবেক ইংলিশ গোলরক্ষক পল রবিনসন।

পাঁচ মিনিট পর বাম দিক থেকে জার্মান মিডফিল্ডার গুন্দোয়ানের পাসে জোরাল শট নেন মারমুশ। কাছের পোস্ট দিয়ে বল চলে যায় জালে। এরপর ৩৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ হয় মারমুশের। ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিয়োর নিচু ক্রস ডি-বক্সের ভেতরে ফাঁকায় পেয়ে নিশানা ভেদ করেন তিনি।

বিরতির পরও নিউক্যাসল তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। ম্যাচের ৬০তম মিনিটে তারা প্রথমবারের মতো শট রাখতে পারে লক্ষ্যে। ৭৬তম মিনিটে মারমুশ ও ফোডেনকে মাঠ থেকে উঠিয়ে নেন গার্দিওলা। ফোডেনের বদলি নামা ম্যাকাটি ৮৪তম মিনিটে পেয়ে যান গোল। সতীর্থের কর্নারে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের হেডের পর গোলপোস্টের খুব কাছ থেকে ভলিতে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।

Comments

The Daily Star  | English

Bangladesh blocks IPL broadcast after Mustafizur episode

The decision comes in the aftermath of Bangladesh pacer Mustafizur Rahman’s removal from Kolkata Knight Riders squad following directives from BCCI.

3h ago