৯৯তম মিনিটে ভিনিসিয়ুসের গোলে জিতে আর্জেন্টিনার পেছনে ব্রাজিল

ছবি: এএফপি

ম্যাচে দারুণ শুরু করা ব্রাজিল পরের দিকে বেশ ঝিমিয়ে পড়ল। সেই সুযোগে সমতায় ফিরে কলম্বিয়া পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আশা পেল। তবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র একদম শেষ মুহূর্তে পাল্টে দিলেন চিত্র। ভাগ্যের কিছুটা সহায়তাও মিশে থাকল সেখানে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে তার গোলে স্বস্তির জয় পেল ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপে বাছাইপর্বে শুক্রবার ঘরের মাঠ ব্রাসিলিয়ায় ২-১ ব্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির চার মিনিট আগে সফরকারীদের পক্ষে গোল শোধ করেন লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। এরপর কোনো দলই তেমন সুবিধা করতে পারছিল না। শেষমেশ ম্যাচের ৯৯তম মিনিটে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস।

বল দখলে সামান্য এগিয়ে থাকা ব্রাজিল আক্রমণেও আধিপত্য করে। গোলমুখে তাদের নেওয়া ১৭ শটের সাতটি ছিল লক্ষ্যে। এর মধ্যে বড় সুযোগ ছিল তিনটি, যার দুটিই তারা হাতছাড়া করে। অন্যদিকে, কলম্বিয়ার গোলমুখে ১০ শট নিয়ে লক্ষ্য রাখতে পারে তিনটি।

ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে টানা দুটি ড্রয়ের পর বাছাইয়ে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল ব্রাজিল। এতে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এক লাফে আপাতত উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। ১৩ ম্যাচে ছয় জয়, তিন ড্র ও চার হারে তাদের পয়েন্ট ২১। বাছাইয়ে বাজে শুরু করা দলটি সম্প্রতি ছন্দের দেখা পাচ্ছে। সবশেষ পাঁচ ম্যাচে তারা রয়েছে অপরাজিত। 

ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে লিড পাইয়ে দেন রাফিনিয়া। ডি-বক্সে ভিনিসিয়ুসকে প্রতিপক্ষের ডিফেন্ডার দানিয়েল মুনোজ ফাউল করায় রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি। ৪১তম মিনিটে লড়াইয়ে সমতা ফেরান দিয়াজ। এই গোলে দায় আছে ব্রাজিলের বদলি মিডফিল্ডার জোয়েলিন্তনের। নিজেদের ডি-বক্সের বাইরে তিনি জেফারসন লার্মার কাছে বল হারান। এরপর হামেস রদ্রিগেজের পা ঘুরে পাওয়া বল আড়াআড়ি শটে জালে পাঠান দিয়াজ।

বিরতি থেকে ফিরে প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। ৪৭তম মিনিটে ভিনিসিয়ুসের শট আটকে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। সাত মিনিট পর জোড়া সেভে তিনি স্কোরলাইন রাখেন আগের অবস্থায়। রাফিনিয়ার পর ভিনিসিয়ুসের শটও রুখে দেন। ১০ মিনিট পর ব্রাজিলের জালে বল প্রবেশ করলেও তা বাতিল হয় অফসাইডের কারণে।

৭১তম মিনিটে বলের দখল নিতে গিয়ে মাথায় আঘাত পান অ্যালিসন ও দেভিনসন সানচেজ। কিছুটা সময় মাঠে শুয়ে থেকে শুশ্রূষা নেন দুজনই। তবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি কারও পক্ষে। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ার ডিফেন্ডার সানচেজ। হেঁটে মাঠ থেকে বের হওয়া ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনের জায়গায় সুযোগ পান বেন্তো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় লম্বা সময় খেলা বন্ধ থাকায় পরে ১০ মিনিট যোগ করেন রেফারি।

ড্রই যখন ম্যাচের নিয়তি বলে মনে হচ্ছিল, তখনই জ্বলে ওঠেন ভিনিসিয়ুস। তার আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়া ভার্গাসকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল। মাঝপথে লার্মার হেডে বল দিক না পাল্টালে হয়তো নাগালেই পেতেন গোলরক্ষক। কিছুক্ষণ পর বেজে ওঠে শেষ বাঁশি।

সেলসাওদের ঠিক ওপরে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলেও শীর্ষে থাকা বর্তমান বিশ্বকাপজয়ীদের অর্জন ২৫ পয়েন্ট। তিনে নেমে যাওয়া উরুগুয়ের পয়েন্ট সমান ম্যাচে ২০। বাংলাদেশ সময় অনুসারে, আগামীকাল শনিবার ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ছয়ে নেমে যাওয়া কলম্বিয়ার অর্জন ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

'While there have been some setbacks in law and order, we're taking necessary steps'

Home Adviser Jahangir Alam Chowdhury says investigation into Rajbari unrest is underway

55m ago