বার্সেলোনা ও রিয়ালের মধ্যকার ফাইনালের রেফারির নাম ঘোষণা

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমের কোপা দেল রের ফাইনালের রেফারির নাম ঘোষণা করা হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি পরিচালনা করবেন রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া।

স্পেনের নকআউট পদ্ধতির প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী লড়াইয়ের ভেন্যু এবার সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুইয়া। বাংলাদেশ সময় অনুসারে, আগামী শনিবার দিবাগত রাত দুইটায় শুরু হবে খেলা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেফারি হিসেবে বেনগোচেয়ার নাম নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ২০১৫ সালে দেশটির ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে রেফারিং শুরুর পর প্রথমবারের মতো তিনি কোপা দেল রের ফাইনালের দায়িত্বে থাকবেন।

যদিও ক্লাসিকো খ্যাত বার্সা-রিয়াল দ্বৈরথ পরিচালনার অভিজ্ঞতা কম নয় বেনগোচেয়ার। এর আগে আরও তিনবার তিনি এই ভূমিকায় ছিলেন।

২০১৭ সালে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে (তখন ভিন্ন ফরম্যাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতো), ২০২৩ সালে সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এবং একই বছর লা লিগায় বার্সেলোনার মাঠে ক্লাসিকোয় রেফারির দায়িত্ব পালন করেছিলেন বেনগোচেয়া।

২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথম কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। প্রতিযোগিতাটির রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সা। তৃতীয় সর্বোচ্চ ২০ বার শিরোপা জিতেছে রিয়াল।

Comments

The Daily Star  | English

Shibir-backed candidates Shadik, Farhad leading in top two Ducsu posts

Counting going on till 6:00am; turnout 78% in polls marked by festivities

5h ago