২০২৬ বিশ্বকাপেও রোনালদোকে চান ফিগো

৪০ পেরিয়েছেন অনেক আগেই। ২০২৬ বিশ্বকাপ যখন চলবে তখন ৪১ পেরিয়ে ৪২ এ পড়বেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু তখনও বর্তমান সময়ের মতোই তিনি কার্যকর থাকবেন বলে মনে করেন সাবেক পর্তুগিজ ফুটবলার লুইস ফিগো। তখনও রোনালদো নিয়মিত গোল করবেন বলে বিশ্বাস করেন এই কিংবদন্তি।

তবে বয়স ৪০ বছরের সীমানা পার করলেও খেলার মাঠে গতি বা ধার এতটুকু কমেনি রোনালদোর। সৌদি প্রো লিগের আল-নাসর ক্লাবে এই মৌসুমেই আবারও ৩০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আর পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে করেছেন ১৩৬ গোল। আন্তর্জাতিক অবসরের কোনও ইঙ্গিতই দেননি তিনি।

ধারণা করা হচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক হিসেবেই রোনালদো মাঠ মাতাবেন। ফিগোও চাইছেন এমনটাই, 'সে বিশ্বকাপে মূল একাদশে থাকতে পারে। সে এখনও অনেক কার্যকর। আমরা দেখতে পাবো সময় কী বলে। তবে রোনালদো বিশ্বজুড়ে এক অসাধারণ উদাহরণ—তার পেশাদারিত্ব, ফিটনেস ও প্রতিভা সত্যিই অনুকরণীয়।'

বয়স রোনালদোর জন্য বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করেন তিনি, 'সে সবসময় গোল করবে—৪০-এ হোক, কিংবা ৪২-এ হোক, তাকে থামানো কঠিন। এখন সে গোলগুলো কতটা গুরুত্বপূর্ণ হবে, সেটা সময় বলবে। তবে আমরা পর্তুগিজরা চাইব, প্রতিটি গোলই হোক ম্যাচ নির্ধারণকারী।'

এদিকে পর্তুগাল ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং রোনালদো যদি দলে থাকেন, তবে তিনিই হবেন ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি ছয়টি বিশ্বকাপে অংশ নিবেন। আর রোনালদো তার ভবিষ্যৎ নিয়েও পরিষ্কার। ১,০০০টি পেশাদার গোল করার লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত অবসরের কথা ভাবছেন না তিনি।

এদিকে আল-নাসরের সঙ্গে চুক্তি ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে রোনালদোর, যা তার লক্ষ্যের পথে আরও এক ধাপ এগিয়ে দেবে নিশ্চিতভাবেই।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago