রিয়ালের কোচ হয়ে বড় অর্জনের প্রতিশ্রুতি দিলেন আলোনসো

ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তাদের সাবেক ফুটবলার জাবি আলোনসো প্রথম সংবাদ সম্মেলন করলেন। পুরনো ঠিকানায় নতুন পরিচয়ে ফিরে তিনি দৃঢ় কণ্ঠে দিলেন দারুণ সব অর্জনের প্রতিশ্রুতি। আরও জানালেন, তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি একটি নতুন যুগ শুরু করল।

গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপজয়ী প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার আলোনসোকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল। তিন বছরের জন্য চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত তিনি থাকবেন স্প্যানিশ পরাশক্তিদের ডেরায়।

সোমবার রিয়ালের প্রশিক্ষণ মাঠ ভালদেবেবাসে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে রোমাঞ্চিত আলোনসো বলেছেন, 'এটি এমন একটি দিন, যা আমার জীবনের পঞ্জিকায় স্মরণীয় হয়ে থাকবে। আমি বেশ কয়েক বছর ধরে এই জায়গা থেকে দূরে ছিলাম। কিন্তু আমার মনে হয়, রিয়াল ও এই ক্লাবের ভক্তদের সঙ্গে আমার যোগাযোগ কখনোই শেষ হয়ে যায়নি। এটি সব সময়ই ছিল।'

'আজ যখন দেড় ঘণ্টা আগে আমি ভালদেবেবাসে প্রবেশ করলাম, তখন সেই অনুভূতি আমার মধ্যে যেন পুনর্জন্ম লাভ করল। আমার মনে হচ্ছে, একটি নতুন যুগের যেন সূচনা হলো।'

আগামী জুন-জুলাইতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ হবে রিয়ালের কোচ হিসেবে আলোনসোর প্রথম অ্যাসাইনমেন্ট। দলটির ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে তার সামনে রয়েছে লস ব্লাঙ্কোদের চেনা পথে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ। কারণ, এবারের মৌসুমে ছন্দ হারিয়ে ফেলা রিয়াল কোনো বড় শিরোপা জিততে পারেনি।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা খুইয়েছে রিয়াল। শুধু তাই নয়, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও কাতালানদের কাছে পরাস্ত হয়েছে তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ক্লাবটি ধরে রাখতে পারেনি আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনাল হেরে গিয়ে।

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে ৪৩ বছর বয়সী আলোনসো শুনিয়েছেন উজ্জ্বল আগামীর গান, 'আমাদের দারুণ একটি দল আছে, চমৎকার সব খেলোয়াড় রয়েছে এবং সম্ভাবনা আছে দারুণ কিছু অর্জনের। এগুলো আমাকে অনেক উদ্যম ও উদ্দীপনা নিয়ে এখানে আসার পেছনে ভূমিকা রেখেছে।'

'আমার দৃঢ় বিশ্বাস আছে যে, আমরা বড় কিছু অর্জন করতে পারব, যা রিয়াল মাদ্রিদ নামের সঙ্গে যোগ্য এবং এতগুলো ইউরোপিয়ান কাপ ও এত বছর ধরে পাওয়া সমস্ত অর্জনের সঙ্গে মানানসই।'

বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে অসাধারণ ছিলেন আলোনসো। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৬টি ম্যাচ খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ছয়টি শিরোপা জিতেছিলেন তিনি। রিয়ালে যোগ দেওয়ার আগে ইংলিশ ক্লাব লিভারপুল ও রিয়াল ছাড়ার পর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখেও সাফল্যের স্বাদ পান।

এরপর কোচিং ক্যারিয়ারের শুরুতেই নজর কেড়েছেন আলোনসো। গত ২০২৩-২৪ মৌসুমে তার অধীনে জার্মান বুন্ডেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে বায়ার লেভারকুসেন। পাশাপাশি দলটি ঘরে তোলে জার্মান কাপ। দলটি উঠেছিল ইউরোপা লিগের ফাইনালেও।

Comments

The Daily Star  | English

Why Dhaka has become unliveable

To survive Dhaka, you need a strategy. Start by embracing the absurd: treat every crisis as a plot twist.

11h ago