প্রথমবার দেশের মাঠে খেলতে ঢাকায় হামজা

Hamza Choudhury
ছবি: ফিরোজ আহমেদ।

গেল মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীর। তবে দেশের মাঠে এখনো অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। আর কদিন পর শেষ হবে অপেক্ষা। তার আজ সকালে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডার।

সোমবার সকালে সরাসরি ফ্লাইটে ইংল্যান্ড থেকে দেশে পৌঁছান হামজা। আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে (পূর্বের বঙ্গবন্ধু স্টেডিয়াম) সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে নামবেন তিনি। এর আগে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও আছে বাংলাদেশের। সেই ম্যাচেও হামজাকে খেলতে দেখা যাবে।

২৫ মার্চ শিলংয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের  বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। অভিষেকেই ঝলক দেখান তিনি, একাধিক সুযোগ তৈরির পাশাপাশি দলের হার এড়ান এই তারকা। 

এরপর ইংল্যান্ডে ফিরে শেফিল্ড ইউনাইটেডকে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে তুলতে চেষ্টা চালিয়েছিলেন। তবে একদম শেষ ম্যাচে গিয়ে দুর্ভাগ্যজনক হারে হতাশ হতে হয় তাকে।  

শেষ হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগে থাকা লেস্টার ইউনাইটেড থেকে ধারে শেফিল্ডে এসেছিলেন তিনি। শেফিল্ড উঠতে পারেনি প্রিমিয়ার লিগে, লেস্টারও নেমে গেছে প্রিমিয়ার লিগ থেকে। প্রিমিয়ার লিগের কোন দলে যোগ না দিলে তাই আপাতত ইংল্যান্ডের সর্বোচ্চ ঘরোয়া প্রতিযোগিতায় খেলা হবে না হামজার। 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago