ঢাকায় নেমেই অনুশীলনে হামজা

Hamza Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী জাতীয় দলের হয়ে খেলতে ঢাকায় এসেছেন সকালে। সন্ধ্যাতেই জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

Hamza Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

এশিয়ান কাপ বাছাইপর্বের হংকং, চায়নার বিপক্ষে হোম ম্যাচে আগামী ৯ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ দল। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবেন ফুটবলাররা। এই দুই ম্যাচের জন্য সোমবার ঢাকায় নামেন হামজা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিল্টন এবং অন্যরা হামজাকে অভ্যর্থনা জানান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢুকে খুব বেশি বিশ্রাম নেননি তিনি।

Hamza Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

ঢাকায় নেমে বাফুফের পাঠানো  ভিডিও ক্লিপে হামজা বলেন, 'আসসালামু আলাইকুম। আমি নিরাপদে অবতরণ করেছি। ইনশাআল্লাহ, আমাদের একটি সফল ক্যাম্প হবে। ৯ তারিখে আমরা জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নার মুখোমুখি হব। ইনশাআল্লাহ, আপনারা সবাই আমাদের সমর্থন করবেন।'

Hamza Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

হংকং, চায়না দল আজ রাতে ঢাকায় নামার কথা রয়েছে। বাংলাদেশ তাদের বিপক্ষে ৯ অক্টোবর ম্যাচটি খেলবে

Hamza Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

এদিকে, কানাডা-ভিত্তিক শমিত শোম আগামীকাল রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার আগে তিনি মাত্র একটি অনুশীলন সেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

2h ago