আল-হিলালের প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রুনো

সৌদি আরবের ক্লাব আল-হিলালের দেয়া বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। প্রস্তাবটি গ্রহণ করলে এক ধাক্কায় তার আয় দ্বিগুণেরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পরিবারের পরামর্শে ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

সাম্প্রতিক দিনগুলোতে আল-হিলালের কাছ থেকে একটি লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন ব্রুনো, যা তার বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেডের বেতনের দ্বিগুণেরও বেশি ছিল। ধারণা করা হচ্ছে, ক্লাবটি তাকে দলে নিতে ৮০-১০০ মিলিয়ন পাউন্ডের মতো অফার দিতে প্রস্তুত ছিল। এই চুক্তি চূড়ান্ত হলে ব্রুনোকে ক্লাব বিশ্বকাপের আগেই সৌদি আরবের জার্সিতে দেখা যেত।

গত কিছুদিন ধরেই ব্যক্তিগতভাবে এই প্রস্তাব নিয়ে গভীর চিন্তা-ভাবনা করছিলেন ফার্নান্দেজ। তবে শেষ পর্যন্ত ফিরিয়ে দেন এই প্রস্তাব। এই সিদ্ধান্তের বিষয়ে আগামী মঙ্গলবার প্রকাশ্যে মুখ খুলতে পারেন তিনি, যখন তিনি জার্মানিতে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। বুধবার নেশন্স লিগ সেমিফাইনাল ম্যাচের আগে পর্তুগাল দলের হয়ে কথা বলার কথা রয়েছে তার।

ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য ব্রুনোর এই সিদ্ধান্তে খুশি। এমনটাই জানা গেছে ঘনিষ্ঠ সূত্র থেকে। ক্লাবটির সম্ভাব্য বিদায় নিয়ে গত শুক্রবারই পর্তুগিজ কোচ রুবেন আমোরি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে ক্লাব ছাড়বেন না ব্রুনো। তবে এই ট্রান্সফার নিয়ে ইউনাইটেড ও আল-হিলালের মধ্যে কোনো সরাসরি আলোচনা হয়নি, তাই আনুষ্ঠানিক কোনো প্রস্তাব ক্লাবকে দেওয়া হয়নি।

২০২০ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে যোগ দেন ব্রুনো। এরপর থেকেই দলের অন্যতম স্তম্ভে পরিণত হন তিনি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২৯০ ম্যাচে মাঠে নেমে করেছেন ৯৮টি গোল।

Comments

The Daily Star  | English
July uprising and the rise of collective power

July uprising and the rise of collective power

Through this movement, the people of Bangladesh expressed their protest using a language shaped by long-standing discontent.

8h ago