আমরা যে কাউকে হারাতে পারি: আর্সেনালের বিপক্ষে হারের পর আমোরি

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর ম্যাচে আর্সেনালের কাছে হার দিয়ে যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই পরাজয়েও হতাশ নন রুবেন আমোরি। নতুনভাবে গড়া দলকে নিয়ে তিনি দেখছেন আলোর দিগন্ত। তার বিশ্বাস, ইউনাইটেড এখন প্রিমিয়ার লিগে যেকোনো প্রতিপক্ষকে হারাতে সক্ষম।

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনালের রিকার্দো ক্যালাফিওরির হেডে একমাত্র গোলেই জয় পায় গানাররা। গোলকিপার অলতাই বায়িন্দিরের দুর্বল প্রতিরোধ ছাড়া এদিন ইউনাইটেড তেমন কোনো বড় ভুল করেনি। ফলে হারের মধ্যেও ঘরের দর্শকেরা দলের লড়াই দেখে আশাবাদী হয়ে ফিরেছেন।

ম্যাচ শেষে আমোরি বলেন, 'আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা প্রিমিয়ার লিগে যেকোনো ম্যাচ জেতাতে পারে। আমরা আগের মৌসুমের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ছিলাম। ওয়ান-অন-ওয়ান লড়েছি, হাই লাইন থেকে প্রেস করেছি, বল দখলেও মান বজায় ছিল।'

নতুন সাইনিং ম্যাতিয়াস কুনিয়া ও ব্রায়ান এমবেউমো আক্রমণভাগে এনে দিয়েছেন গতি ও সৃজনশীলতা। বিশেষ করে কুনিয়া ছিলেন মাঠের অন্যতম সেরা খেলোয়াড়। কোচের চোখে এই ইতিবাচক দিকগুলোই ভবিষ্যতের ভরসা।

গত মৌসুমের তুলনায় রক্ষণভাগও অনেক বেশি গুছানো লাগছিল ইউনাইটেডের। তবে বায়িন্দিরের ভুল তাদের গোলকিপার পজিশন নিয়ে প্রশ্ন তুলেছে। কর্নার থেকে আর্সেনালের উইলিয়াম সালিবা তাঁকে চেপে ধরেন, আর তুর্কি গোলকিপার বলটি একহাতে দুর্বলভাবে ঠেলে দেন ক্যালাফিওরির সামনে, যিনি সহজেই হেড করে গোল আদায় করেন।

এ বিষয়ে আমোরিম বলেন, 'আপনি যদি গোলটা দেখেন, কর্নারে খেলোয়াড়দের অনেক কিছুই করতে দেওয়া হয়। আমাদেরও একইভাবে খেলতে হবে। কিন্তু ওই অবস্থায় গোলকিপারের বলটা হাতে ধরে নেওয়া উচিত, খেলোয়াড়কে ঠেলতে গিয়ে বল ছেড়ে দেওয়া নয়। তবে এটা নিয়মের ব্যাপার। যদি প্রতিপক্ষকে সেটা করতে দেওয়া হয়, আমাদেরও করতে হবে।'

এই ম্যাচে বায়িন্দিরকে নামানো হয়েছিল নিয়মিত গোলকিপার আন্দ্রে ওনানার বদলে। চোট থেকে ফেরার পর ওনানা মাত্র তিনটি অনুশীলন সেশন করেছেন। গত মৌসুমে ওনানাও একাধিক ভুল করেছিলেন। তবে এ ব্যাপারে পরিবর্তন আনার প্রশ্নে আমোরিম কিছুটা এড়িয়ে গেছেন।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

1h ago