চেলসির বিপক্ষে স্বস্তির জয়ের পরও সন্তুষ্ট নন আমোরি

ওল্ড ট্রাফোর্ডে এক নাটকীয় লড়াইয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের বাজে শুরুর পর চাকরি নিয়ে টালমাটাল পরিস্থিতিতে থাকা ইউনাইটেড কোচ রুবেন আমোরির জন্য চেলসির বিপক্ষে জয় ছিল স্বস্তির হাওয়া। ২-১ গোলের জয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল দলটি। তবে ম্যাচের ওঠানামা নিয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন পর্তুগিজ এই কোচ।

ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ লাল কার্ড দেখায় মাঠ ছাড়েন। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ৩০ মিনিটের মধ্যেই দুই গোল করে বসে ইউনাইটেড।

২০০তম প্রিমিয়ার লিগ ম্যাচে ব্রুনো ফের্নান্দেস ক্লাবের হয়ে তার শততম গোল করে দলকে এগিয়ে নেন। কিছুক্ষণ পরেই কাসেমিরো ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকেও, যা ম্যাচে নতুন অনিশ্চয়তা তৈরি করে।

সংখ্যাগত সুবিধা চলে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ইউনাইটেড। শেষ দিকে ট্রেভোহ চালোবার গোল চেলসিকে ম্যাচে ফেরালেও শেষ বাঁশি বাজতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আমোরির দল। ছয় ম্যাচে এটি তাদের মাত্র দ্বিতীয় জয়, তবে এই ফল তাদের সাময়িকভাবে নবম স্থানে তুলেছে।

জয়ের পরও শিষ্যদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন আমোরি, 'জয়টা গুরুত্বপূর্ণ ছিল, আমরা সেটির যোগ্যও ছিলাম। কিন্তু আমরা নিজেরাই বারবার জটিল করে ফেলি। শুরুটা ছিল দুর্দান্ত। প্রতিপক্ষকে চাপে রেখেছিলাম। লাল কার্ড আমাদের সাহায্য করেছিল। কিন্তু কাসেমিরোর বহিষ্কার পুরো ম্যাচ কঠিন করে দেয়।'

'বড় ক্লাবে একটা ম্যাচ জিতলেই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। আমাদের সবসময় তাগিদ নিয়ে খেলতে হবে। আজ জিতেছি, কিন্তু এখনই ভুলে গিয়ে পরের ম্যাচ জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,' যোগ করেন এই কোচ।

চেলসি কোচ এনজো মারেসকা দোষারোপ করলেন লাল কার্ডকে। সানচেজ যদি গোল হজম করতে দিতেন, তবে দল আরও ভালো অবস্থায় থাকতে পারত বলে মনে করেন তিনি, 'আমার মতে, গোলটা খাওয়াই ভালো হতো। কারণ তখনও ৯৫ মিনিট সময় ছিল খেলায় ফেরার। রবার্টও এখন সেটা বোঝে। তবে সিদ্ধান্ত নিতে তার হাতে এক-দুই সেকেন্ডই ছিল।'

ইনজুরির কারণে প্রথমার্ধেই কোল পামারকে বদলি করে নিতে হয়। মারেসকা জানান, 'সে পুরোপুরি ফিট ছিল না। খেলার চেষ্টা করেছে, কিন্তু ঝুঁকি নেওয়া ঠিক হতো না।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

11h ago