জয়ের সুযোগ হাতছাড়া করায় বিরক্ত আমোরি

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরি তার দলের 'কিলার ইনস্টিংক্টের' ঘাটতির তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ওয়েস্ট হামের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে এগিয়ে গিয়ে সেই লিড ধরে রাখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রিমিয়ার লিগে ইউনাইটেড এখন অষ্টম অবস্থানে, টপ ফোর থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। তবুও আরও ভালো অবস্থানে থাকতে পারত দলটি। কারণ সাম্প্রতিক কয়েক সপ্তাহে টটেনহ্যাম ও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও লিড নেওয়ার পর সেই সুবিধা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল লাল শয়তানরা।

এর আগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ১০ জনের এভারটনের বিপক্ষেও ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে ইউনাইটেড, যা আরও হতাশা বাড়িয়েছে আমোরির।

ম্যাচ শেষে তিনি বলেন, 'বল পায়ে রেখে ম্যাচটা বন্ধ করার সুযোগ ছিল আমাদের। ম্যাচটা জেতার মতো অবস্থায় ছিল। সবকিছু নিয়ন্ত্রণে ছিল। আমরা জানতাম বক্সের বাইরে থেকে ডিফেন্ড করতে হবে, কারণ সেটপিস সবসময় ঝুঁকিপূর্ণ। কিন্তু আমরা তা করতে পারিনি, বল ধরে রাখতে পারিনি, আর আবারও দুই পয়েন্ট হারালাম।'

ঘণ্টা পেরোনোর একটু আগে ডিয়োগো দালোত গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন। কিন্তু শেষ মুহূর্তে কর্নার থেকে সাউঙ্গুতু মাগাসার গোল আমোরির দলের সব পরিকল্পনা ভেস্তে দেয়। গোল হজমের পর কোচের হতাশা ছিল স্পষ্ট।

আমোরি আরও যোগ করেন, 'সমগ্র পারফরম্যান্স নিখুঁত ছিল না। আমাদের কিছু ভালো মুহূর্ত ছিল, কিন্তু প্রথমার্ধের কয়েক মিনিটে এবং দ্বিতীয়ার্ধে, বিশেষ করে গোলের পর, আমরা নিয়ন্ত্রণ হারিয়েছি। সবচেয়ে হতাশার ব্যাপার হলো ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল, তবুও আমরা জিততে পারিনি।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

3h ago