ম্যান ইউনাইটেড চাইলে চলে যাবেন আমোরি, চাইবেন না ক্ষতিপূরণ

একটি ব্যর্থ মৌসুম শেষ করার পথে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলটির আশা ছিল ইউরোপা লিগ ঘিরে। কিন্তু টটেনহ্যামের কাছে হেরে তা পরিণত হয়েছে হতাশায়। তাতে চাকুরি নিয়েই টানাটানি পড়েছে কোচ রুবেন আমোরির।

বুধবার ইউরোপা লিগে টটেনহ্যামের কাছে ০-১ গোলে হেরে গেছে ইউনাইটেড, যা আমোরিমের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ফাইনালের পর, অনেক সমর্থক ও বিশ্লেষক ম্যাচের কৌশলগত দিক এবং একাদশ নির্বাচন নিয়ে আমোরির কঠোরভাবে সমালোচনা করেছেন। বিশেষ করে আর্জেন্টাইন তরুণ তারকা আলেহান্দ্রো গারনাচোকে মূল একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে।

বুধবার বিলবাওতে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্রেনান জনসন ম্যাচের একমাত্র গোলটি করেন। আর ইউনাইটেড সেই গোলের জবাবে কিছুই করতে পারেনি। এই হার ইউনাইটেডের ভয়াবহ মৌসুমকে আরও গভীর করে দিল। ১৯৭৪ সালে অবনমিত হওয়ার পর প্রিমিয়ার লিগে এবারই সবচেয়ে খারাপ অবস্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে দলটি।

তবে ম্যাচশেষে এক আবেগঘন মুহূর্তে আমোরি বলেন, 'বোর্ড বা সমর্থকেরা যদি মনে করেন আমি সঠিক ব্যক্তি নই, তাহলে আমি আগামীকালই বিদায় নেব কোনো ধরণের আলোচনা কিংবা ক্ষতিপূরণ ছাড়াই। কিন্তু আমি নিজে থেকে আর পদত্যাগ করব না।'

'আমি আমার কাজের ওপর আস্থা রাখি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আমার পদ্ধতিতে কোনো পরিবর্তন আনছি না। এই মুহূর্তে আমি আত্মপক্ষ সমর্থনে আসিনি। এটা আমার ধরণ নয়। সমর্থকদের কাছে কিছু প্রমাণ করার নেই। এই মুহূর্তে শুধু একটু বিশ্বাস দরকার,' যোগ করেন তিনি।

খারাপ ফলাফলের এই ধারার মধ্যেও তার নীতিতে অটল থাকবেন বলে জানান আমোরি। গত নভেম্বরে বরখাস্ত হওয়া এরিক টেন হ্যাগের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে তিনিও ভালো সময় কাটাতে না না পারলেও এখনো বিশ্বাস করেন, ওল্ড ট্র্যাফোর্ডে ঘুরে দাঁড়াতে পারবেন স্পোর্টিং লিসবনের সাবেক এই কোচ।

 

Comments

The Daily Star  | English

Nepal PM Oli quits as anti-corruption protests spiral, his aide says

The Himalayan country has struggled with political instability and economic uncertainty since protests led to the abolition of its monarchy in 2008.

56m ago