বাজে পারফরম্যান্সের পর ইউনাইটেডের স্কোয়াড থেকেই বাদ ওনানা

ছবি: এএফপি

কদিন আগে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে চরম বাজে প্রদর্শনী দেখান আন্দ্রে ওনানা। তার দুটি অমার্জনীয় ভুলেই দুবার গোল হজম করে জয়বঞ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকে প্রবল সমালোচনার মুখে থাকা ক্যামেরুনের গোলরক্ষক এবার বাদ পড়লেন স্কোয়াড থেকে।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে আতিথ্য নেবে রেড ডেভিলরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়। এই ম্যাচের স্কোয়াড থেকে ওনানাকে ছেঁটে ফেলেছেন ইউনাইটেডের কোচ রুবেন আমোরি, জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর মাঠে ২-২ গোলে ড্র করে ইউনাইটেড। সেদিন ২৯ বছর বয়সী ওনানা ভীষণ হতাশ করেন গোলপোস্টের নিচে। তার ভুলেই ম্যাচের ২৫তম মিনিটে পিছিয়ে পড়ে সফরকারীরা। এরপর ঘুরে দাঁড়িয়ে ৮৮তম মিনিটে ২-১ ব্যবধানে লিড নিলেও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি তাদের। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ওনানা করে বসেন আরেক ভুল।

সূত্রের বরাতে বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ওনানাকে 'বিশ্রাম নিতে দিতে এবং বাইরের সবকিছু থেকে আলাদা রাখতে' নিউক্যাসলের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি। তবে তার এই বাদ পড়া স্থায়ী কিছু নয়। আগামী বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে লিওঁর বিপক্ষে ফিরতে লেগে তিনি দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি মৌসুমে বাজে পারফরম্যান্সের মাধ্যমে দলকে ডোবানো ওনানার জন্য নতুন নয়। আগেও বড় ধরনের কয়েকটি ভুল করেছেন তিনি। লিওঁর বিপক্ষে ম্যাচের আগের দিনই তাকে 'ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে গোলরক্ষকদের একজন' বলে মন্তব্য করেছিলেন দলটির সাবেক মিডফিল্ডার নেমানিয়া মাতিচ।

প্রিমিয়ার লিগে ম্যান ইউনাইটেডের অবস্থান পয়েন্ট তালিকার ১৩ নম্বরে। ৩১ ম্যাচে তাদের অর্জন স্রেফ ৩৮ পয়েন্ট। অন্যদিকে, সাতে থাকা নিউক্যাসল রয়েছে শীর্ষ চারে ফেরার লড়াইয়ে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩। এখন চতুর্থ স্থানে রয়েছে আগের মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৫৫ পয়েন্ট নিয়ে।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

2h ago