বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় শমিত

Shamit Shome

কানাডা-ভিত্তিক মিডফিল্ডার শমিত সোম বাংলাদেশের জার্সিতে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার সকালে তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)'র  কর্মকর্তারা।

বাংলাদেশ সময় মঙ্গলববার ভোরে কানাডা থেকে রওয়ানা হন শমিত। ক্যাভালরি এফসির মিডফিল্ডার দীর্ঘ যাত্রা শেষে বুধবার সকালে পৌঁছালেন ঢাকায়। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে তার অভিষেকের কথা।

আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। ভ্রমণ ক্লান্তির কারণে এই ম্যাচে শমিতের খেলার সম্ভাবনা কম।

২৬ পেরুনো শমিত কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলেছেন। গত বছরের শেষ দিকে বাফুফে থেকে তাকে বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হলে তিনি রাজী হয়ে যান। এরপর শুরু হয় প্রক্রিয়া। দ্রুততম সময়ে অফিসিয়াল নথিপত্র সংগ্রহ করে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান শমিত। পরে ফিফার অনুমোদন পেয়ে তিনি এখন বাংলাদেশের ফুটবলার।

শমিতের বাবা মানস সোম ও মা নন্দিতা সোম নব্বুই দশকের শুরুতে বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি জমান। সেখানেই জন্ম ও বেড়ে উঠা তার। বয়সভিত্তিক পর্যায় ও বিশ্ববিদ্যালয় দলের হয়ে ভালো করে কানাডার জাতীয় দলেও ঠাঁই পান। খেলেন দুটি প্রীতি ম্যাচ। এবার তিনি মাঝমাঠে বাংলাদেশের সেনানী। দেশে আসার আগে দ্য ডেইলি স্টারকে একান্ত সাক্ষাৎকারে নিজের অনেক গল্প শুনিয়েছেন শমিত।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

11h ago