আলমাদার উচ্ছ্বসিত প্রশংসায় স্কালোনি, জানালেন মেসিকে বদলের কারণও

যদিও বিশ্বকাপের নিশ্চিত হয়েছে আগেই, তারপরও আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিলো প্রস্তুতি, ছন্দ ও অভ্যন্তরীণ সংহতি ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। তবে কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়া হয়নি তাদের। পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র করেছে তারা। তবে ম্যাচ শেষে শিষ্যদের উচ্ছ্বসিত প্রশংসায় মাতেন কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি বিশেষ করে প্রশংসা করেন থিয়াগো আলমাদার, যিনি এক অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরান। একইসঙ্গে, লুইস দিয়াসের করা গোলের পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটিকেও বড় করে দেখেন তিনি।

'ওর (আলমাদা) সবচেয়ে বড় গুণ হলো ও নিজের দায়িত্ব বুঝে নেয় এবং ভয় না পেয়ে বল চায়। একজন খেলোয়াড়ের জন্য এটা বড় শক্তি। আজ ও আমাদের জন্য দুর্দান্ত খেলেছে এবং ওর মতো খেলোয়াড়রা দলে থাকায় আমরা আত্মবিশ্বাসী হতে পারি,' বলেন আর্জেন্টিনার কোচ।

ম্যাচের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে বলেন, 'এই দলের সবচেয়ে বড় গুণ হলো চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতা। প্রতিপক্ষ চ্যালেঞ্জ জানালেও আমরা কখনো হাল ছাড়িনি। বল ফিরে পাওয়ার চেষ্টা, দ্বৈত বলের জন্য লড়াই — সবকিছুতেই ছেলেরা নিজেদের উজাড় করে দিয়েছে।'

'এই মানসিকতা আজকের ফুটবলে অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন এ রকম ম্যাচ আমাদের সামনে আসবে, তখন আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং আজকের ম্যাচে আমি বলতে পারি — দল সেই প্রস্তুতি দেখিয়েছে,' যোগ করেন স্কালোনি।

চোটাক্রান্ত না হলে সাধারণত পুরো ম্যাচই খেলেন লিওনেল মেসি। তার উপর কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে যখন তাকে বদলি করা হয় তখন এক গোলের ব্যবধানে পিছিয়ে আর্জেন্টিনা। তবুও কেন তাকে বদল করা হলো, তার কারণও ব্যাখ্যা করেছেন আর্জেন্টাইন কোচ।

মেসির বদলি হওয়া তার নিজ সিদ্ধান্ত ছিল জানিয়ে বলেন, 'মূলত তাকে বদলানোর কোনো পরিকল্পনা ছিল না। তবে যখন সে দেখল আমরা দু'টি পরিবর্তন আনছি, তখন সে নিজেই এসে বলল যে ওর বের হয়ে যাওয়াই ভালো হবে। আমি তাই তাকে তুলে নিই। না হলে আমি ওকে তুলতাম না। আপনি জানেন, আমি কীভাবে এটা দেখি।'

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

30m ago