হতাশা নিয়ে শমিত বললেন, ‘মাত্রই তো শুরু’

Shamit Shome
শমিত সোম

কানাডা ভিত্তিক মিডফিল্ডার শমিত সোম তুমুল রোমাঞ্চ নিয়ে খেলতে এসেছিলেন বাংলাদেশের হয়ে। লাল সবুজের হয়ে অভিষেক ম্যাচে পায়ের মুন্সিয়ানা, মোহনীয় কিছু পাসে ঝলক দেখান এই তারকা। তবে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা হতাশাজনকভাবে হেরে যায় বাংলাদেশ। দলের হার নিয়ে হতাশ শমিত জানালেন দেশকে প্রথমবার প্রতিনিধিত্ব করার গর্বের কথা।

মঙ্গলবার ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। হেরে গেলেও বাংলাদেশের খেলা অনেকদিন পর মন কেড়েছে দর্শকদের। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী ও কানাডা জাতীয় দলে খেলা শমিতকে নিয়ে নামে নতুন আদলের দল।

প্রথমার্ধে  শমিত প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নেন বেশ কবার। একাধিক বিপদজনক পাস তৈরি করে গোলের সুযোগ আনেন তিনি। সেসব থেকে যদিও ফরোয়ার্ডরা গোল বের করতে পারেননি। দুই গোলে পিছিয়ে থেকে এক গোল শোধ দিলেও অনেক চেষ্টা করে পয়েন্ট পাওয়া হয়নি স্বাগতিকদের।

Shamit Shome

ম্যাচ খেলে আজ ভোরেই কানাডার ফ্লাইটে চড়েছেন শমিত। যাওয়ার আগে ইন্সটাগ্রামে এই মিডফিল্ডার জানিয়ে যান তার অভিষেক ম্যাচ নিয়ে অনুভূতি,  'প্রথমবারের মতো বাংলাদেশে প্রতিনিধিত্ব করা এবং খেলার এক অসাধারণ অনুভূতি। আমরা ম্যাচে যা প্রাপ্য তা না পাওয়ায় হতাশ, তবে এই দলের অংশ হতে পেরে অবিশ্বাস্যভাবে গর্বিত।'

Shamit Shome

'আমার সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সকল সদস্য এবং অবশ্যই আমাকে সমর্থন জানানোর জন্য ভক্তদের জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ফুটবলে মাত্রই তো শুরু।'

আগামী ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচ আছে বাংলাদেশের। তখন আবার দেশের হয়ে খেলতে দেখা যাবে হামজা-শমিতদের।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago