দ্বিতীয় ম্যাচেও নেই অসুস্থ এমবাপে

অসুস্থ হয়ে পড়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিলো কিলিয়ান এমবাপেকে। সেখান থেকে ছাড়া পেলেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। শার্লটে ক্লাব বিশ্বকাপের ম্যাচে পাচুকার বিপক্ষে তাই খেলতে যাননি রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

দলের কোচ জাবি আলনসো শনিবার এই তথ্য জানিয়েছেন। তবে, কোচ আশাবাদী যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন।

গ্যাস্ট্রোএন্টারাইটিসে আক্রান্ত হওয়ার পর ফরাসি এই তারকাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবশ্য তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

ক্লাবের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এমবাপে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তবে মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে রবিবার অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য দলের সঙ্গে তিনি যাত্রা করেননি।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জাবি আলনসো স্ট্রাইকারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন, 'ও ভালো আছে, হাসপাতাল থেকে ফিরে এসেছে এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আমরা আশা করছি সালসবুর্গের বিপক্ষে ওকে পাব।'

ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার গ্রুপ এইচ-এর শেষ খেলায় সালসবুর্গের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। একই অসুস্থতার কারণে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় আল-হিলালের বিপক্ষে আগের ম্যাচেও খেলতে পারেননি, কোচ জাভির অভিষেক ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল।

এমবাপের পরিবর্তে মাদ্রিদ বি-দলের ২১ বছর বয়সী খেলোয়াড় গঞ্জালো গার্সিয়া খেলেছিলেন। সৌদি আরবের প্রতিপক্ষের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলও করেন তিনি। আলনসো ইঙ্গিত দিয়েছেন গঞ্জালো আবারও ফরাসি তারকার জায়গায় খেলবেন, 'গঞ্জালো সেদিন যা করেছিল, আবার তা করতে পারে। সে একটি গোল করেছে এবং তিনটি সুযোগ তৈরি করেছিল। ভবিষ্যতে কী হবে, তা আমরা দেখব। গোলের প্রতি এমন খেলোয়াড় থাকা খুবই গুরুত্বপূর্ণ। সে খুব ভালো খেলেছে।'

রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমেই সব আসর মিলিয়ে ৪৩ গোল করে ইউরোপীয় গোল্ডেন শু জিতেছিলেন এমবাপে। তবে লস ব্লাঙ্কোসরা কোনো বড় শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছে।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

47m ago