১০৭৪ কোটি টাকায় লিভারপুল ছেড়ে বায়ার্নে দিয়াজ

ছবি: বায়ার্ন মিউনিখ এক্স

সবকিছু প্রায় চূড়ান্তই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুল ছেড়ে লুইস দিয়াজ যোগ দিলেন জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখে।

বুধবার উভয় ক্লাবের পক্ষ থেকে ২৮ বছর বয়সী কলম্বিয়ান উইঙ্গারের দলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বায়ার্নের সঙ্গে তার চুক্তি হয়েছে চার বছরের জন্য। লিভারপুলে তিনি ছিলেন সাড়ে তিন মৌসুম।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, চলতি মাসের শুরুতে দিয়াজের জন্য ৫ কোটি ৮৬ লাখ পাউন্ডের ট্রান্সফার ফির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। তবে দ্বিতীয় দফায় অর্থের পরিমাণ বাড়িয়ে সফল হয়েছে বায়ার্ন। তাদেরকে খরচ করতে হচ্ছে ৬ কোটি ৫৫ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৭৮ কোটি টাকা।

গত শনিবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে লিভারপুলের স্কোয়াডে ছিলেন না দিয়াজ। কারণ, তখন থেকেই তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।

বিদায়ী বার্তায় দিয়াজ বলেছেন, অ্যানফিল্ডের ক্লাবটিতে তার দায়িত্ব পালন করা শেষ, 'আমি সব ধরনের স্বপ্ন নিয়ে এখানে (লিভারপুলে) এসেছিলাম এবং সবাই মিলে যা কিছু অর্জন করেছি, তা নিয়ে গর্বের সঙ্গে বিদায় নিচ্ছি। আমি অসাধারণ কিছু মানুষ, চমৎকার সব সতীর্থ ও কোচ এবং দুর্দান্ত সমর্থকদের পেয়েছি। লিভারপুল সত্যিই একটি বিশেষ দল। সবাইকে আমি হৃদয়ে রাখব।'

আলাদাভাবে প্রয়াত সতীর্থ দিয়োগো জোতার কথা উল্লেখ করেছেন দিয়াজ, যিনি গত ৩ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, 'আমি সবাইকে আমার হৃদয়ে বহন করি, বিশেষ করে দিয়োগোকে। আমি তাকে কখনও ভুলব না। আমরা তাকে কখনও ভুলব না। সবকিছুর জন্য তাকে ধন্যবাদ।'

২০২২ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন দিয়াজ। ট্রান্সফার ফি হিসেবে অলরেডদের তখন দিতে হয় ৩ কোটি ৭০ লাখ পাউন্ড।

লিভারপুলের হয়ে সব মিলিয়ে ১৪৮ ম্যাচে ৪১ গোল করেছেন দিয়াজ। প্রথম মৌসুমেই জেতেন এফএ কাপ ও ইএফএল কাপ। গত ২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ব্যক্তিগতভাবেও এটি ছিল তার ক্লাব ক্যারিয়ারের সেরা মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৫০ ম্যাচে ১৭ গোল।

বায়ার্নে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন দিয়াজ। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছেন, 'আমি খুবই খুশি। বায়ার্নের অংশ হতে পারাটা আমার কাছে অনেক কিছু। এটা বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago