লিভারপুলের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ
সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য মোহামেদ সালাহ তার ক্লাবের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এই তথ্য দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স।
গতকাল শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসে জোন্সের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি জানান, মিশরীয় ফরোয়ার্ড সালাহ তার বিস্ফোরক মন্তব্যগুলোর ব্যাখ্যা দিতে পুরো দলের সঙ্গে কথা বলেছেন, 'মো একজন স্বাধীনচেতা মানুষ এবং সে নিজের মনের কথা বলতে পারে।'
ইংলিশ মিডফিল্ডার জোন্স জোর দিয়ে বলেন, এই ঘটনায় ড্রেসিংরুমে কোনো প্রভাব পড়েনি এবং খেলোয়াড়রা সবাই এখনও ঐক্যবদ্ধ আছেন। তিনি যোগ করেন, 'সে (সালাহ) আমাদের কাছে ক্ষমা চেয়েছে এবং অনেকটা এভাবে বলেছে, "আমি যদি কাউকে প্রভাবিত করে থাকি বা তোমাদের মনে কোনো প্রকার অস্বস্তি সৃষ্টি করে থাকি, তবে আমি ক্ষমা চাচ্ছি।" সে মানুষ হিসেবে ঠিক এমনই।'
আগের মৌসুমে দারুণ ছন্দ দেখানো সালাহ এবার কয়েকটি ম্যাচের বাজে পারফরম্যান্সের কারণে একাদশে জায়গা হারান। গত ৬ ডিসেম্বর প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মাঠে ৩-৩ গোলে ড্র করে ধুঁকতে থাকা লিভারপুল। বেঞ্চে থাকা ৩৩ বছর বয়সী সালাহকে সেদিন মাঠেই নামাননি দলটির কোচ আর্নে স্লট। এরপর এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, অলরেডদের বাজে ফর্মের জন্য তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে এবং দলটিতে তার সময় ফুরিয়ে আসছে।
লিভারপুল গত মৌসুমের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলেও চলতি মৌসুমে রয়েছে বেকায়দায়। ১৬ ম্যাচ শেষে তাদের অর্জন ২৬ পয়েন্ট। অ্যানফিল্ডের ক্লাবটি রয়েছে তালিকার সপ্তম স্থানে আছে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে।
লিভারপুলের ডাচ কোচ স্লটও শুক্রবার এই প্রসঙ্গে মুখ খোলেন। তিনি জানান, সালাহর ও তার মধ্যে এখন আর কোনো টানাপোড়েন নেই, 'আমি গত সপ্তাহে বলেছিলাম, মুখের কথার চেয়ে কাজ করে দেখানোটাই বড়। আমরা বিষয়টি পেছনে ফেলে সামনে এগিয়েছি।'
কয়েক দিনের ব্যবধানে শান্ত হয়ে এসেছে উত্তাল পরিস্থিতি। গত সপ্তাহে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে লিভারপুলের ২-০ গোলের জয়ে মাঠে ফেরেন সালাহ। তিনি বদলি হিসেবে নেমে একটি গোলে সহায়তা করেন। এরপর তিনি আফ্রিকা কাপ অব নেশন্সে অংশ নিতে জাতীয় দল মিশরে যোগ দিয়েছেন। ফলে আগামী কয়েকটি ম্যাচে তাকে পাবে না অলরেডরা।


Comments