এবার গুহিকে বিনে পয়সায় দলে টানার পরিকল্পনা লিভারপুলের

ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার মার্ক গুহিকে পেতে এবার জানুয়ারিতে আর কোনো চেষ্টা করবে না লিভারপুল। ইংলিশ এই সেন্টার-ব্যাকের সঙ্গে চুক্তি আগামী গ্রীষ্মেই শেষ হচ্ছে, আর সেই সময় বিনা ট্রান্সফার ফিতে তাকে দলে টানার পরিকল্পনা করছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
সামার ট্রান্সফার উইন্ডোতে গুহিকে দলে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল লিভারপুল। আলোচনায় দুই পক্ষ এক পর্যায়ে একমতও হয়েছিল, ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে গুহিকে অ্যানফিল্ডে ছাড়তে রাজি হয়েছিলেন প্যালেস চেয়ারম্যান স্টিভ প্যারিশ। তবে শেষ মুহূর্তে ম্যানেজার অলিভার গ্লাসনারের চাপে সিদ্ধান্ত বদলে যান তিনি। ক্লাবের কাছে যথাযথ বিকল্প না থাকায় শেষ পর্যন্ত গুহিকে রেখেই দেয় প্যালেস।
এই ঘটনাতে সবচেয়ে বেশি হতাশ হয়েছিলেন গুহি নিজেই। কারণ আগেই তিনি প্যালেসকে জানিয়ে দিয়েছিলেন, লিভারপুলে যোগ দিতে চান। কিন্তু ট্রান্সফার ভেস্তে যাওয়ার পর আর নতুন চুক্তি বাড়াতে রাজি হননি তিনি। এখন ইংলিশ এই ডিফেন্ডার চুক্তির শেষ বছরটা প্যালেসে খেলেই আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে বিদায় নেবেন।
লিভারপুলও পরিস্থিতি বুঝে নিয়েছে। তাই জানুয়ারিতে আবারও বড় অঙ্ক খরচ করে তাকে আনার কোনো পরিকল্পনা নেই। বরং অপেক্ষা করবে ছয় মাস, এরপর গুহিকে বিনা ফিতে দলে টানার জন্য।
যদিও গুহিকে পায়নি লিভারপুল, ডিফেন্স শক্ত করতে তারা সামার উইন্ডোতে এনেছে ১৮ বছর বয়সী ইতালিয়ান প্রতিভা জিওভান্নি লেওনিকে, পার্মা থেকে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো খরচ করে। তরুণ এই সেন্টার-ব্যাকের প্রতি আগ্রহী ছিল নিউক্যাসলও।
আর্নে স্লটের লিভারপুল বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে, টানা তিন ম্যাচ জয়ের পর সেপ্টেম্বরের ১৪ তারিখে প্রিমিয়ার লিগে আবার মাঠে নামবে তারা, প্রতিপক্ষ বার্নলি, সেই ম্যাচটি হবে অ্যাওয়ে ভেন্যুতে।
Comments