এএফসি চ্যালেঞ্জ লিগে কোচবিহীন কিংস!

কাতারের দোহায় আজ রাতে এএফসি চ্যালেঞ্জ লিগের উদ্বোধনী ম্যাচে সিরিয়ার আল-কারামাহর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের মাত্র একদিন আগে প্রধান কোচের অনিশ্চয়তা ঘিরে ক্লাবটি পড়েছে বিপাকে। যা স্বাভাবিকভাবেই মাঠের প্রস্তুতির উপর ছায়া ফেলতে পারে দলটির উপর।

মাত্র দেড় সপ্তাহ আগে ক্লাব সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছিলেন যে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস কিংসে যোগ দেবেন এবং এএফসি অভিযানের আগে কাতারে এসে দলের দায়িত্ব নেবেন। কিন্তু হঠাৎ করেই সোমবার ইরাকি ক্লাব দোহোক এসসি সামাজিক মাধ্যমে ফারিয়াসকে দলে ভেড়ানোর ছবি প্রকাশ করলে ভক্ত ও দেশের ফুটবল অঙ্গনে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি ও উদ্বেগ।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেশাদার ক্লাব হিসেবে পরিচিত এই শক্তিশালী দলটি ৫ আগস্ট-পরবর্তী সময়ে নানা সমস্যায় জর্জরিত। গত মৌসুমে তাদের কয়েকজন তারকা খেলোয়াড় দল ছেড়েছেন। সম্প্রতি সাবেক কোচ ভ্যালেরিউ টিটা বকেয়া বেতন ও বোনাসের অভিযোগে ফিফায় অভিযোগ করেছেন, যার সঙ্গে যোগ দিয়েছেন সাবেক এক ফিটনেস ট্রেনারও।

গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র দুই দিন আগে কিংস দল দোহায় পৌঁছেছে, স্থানীয়দের সঙ্গে মাত্র দুই সপ্তাহের অনুশীলনের পর এবং বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কোনো অনুশীলন ছাড়াই।

দলটি গণমাধ্যমের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলাপ না করেই দোহায় রওনা দেয়। দুই সহকারী কোচ মাহাবুব হোসেন রক্সি ও সৈয়দ গোলাম জিলানি জানান, তারা গণমাধ্যমে কথা বলার অনুমতি পাননি। আর ক্লাব সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের ফোন বা বার্তার জবাব দেননি।

প্রধান কোচ ছাড়াই কিংস এবার এএফসির শৃঙ্খলাজনিত ঝুঁকিতেও পড়তে পারে, কারণ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ডাগআউটে বসার জন্য অন্তত একজন এএফসি প্রো লাইসেন্সধারী কোচ থাকা বাধ্যতামূলক। কিন্তু রক্সি ও জিলানির কারোরই প্রো লাইসেন্স নেই, তাই মঙ্গলবার রাতে কিংসের ডাগআউটে কে থাকবেন তা অনিশ্চিত।

Comments

The Daily Star  | English

A new standard or special treatment?

Debate erupts over court appearance of army officers

1h ago