সুয়ারেজের জোড়া গোলে সেমিতে মায়ামি

লিওনেল মেসি ছিলেন সাইডলাইনে, কিন্তু ইন্টার মায়ামি পেলো উরুগুইয়ান মহাতারকার ভরসা। বয়স শুধু সংখ্যা, এ কথা আবারও প্রমাণ করলেন লুইস সুয়ারেজ। অভিজ্ঞ এই স্ট্রাইকারের দৃঢ় মানসিকতা আর ঠান্ডা মাথার ফিনিশিং শেষ মুহূর্ত পর্যন্ত জমিয়ে রাখল ম্যাচের রোমাঞ্চ।

দুটি পেনাল্টি থেকে গোল করে বুধবার টাইগ্রেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এর ফলে লিগস কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল মায়ামি, যাদের স্বপ্ন এখন ২০২৩ সালের মতো আবারও শিরোপা ঘরে তোলা।

পেশির চোটে খেলতে পারেননি মেসি। ২ আগস্ট গ্রুপ পর্বে ইনজুরির পর দুই সপ্তাহ বাইরে থাকার পর গত শনিবার বদলি নেমে গোল করেছিলেন অধিনায়ক। কিন্তু টাইগ্রেসের বিপক্ষে তাকে নামানো হয়নি। ফলে তাঁর অনুপস্থিতিতে আক্রমণের দায়িত্ব নেন সুয়ারেজ।

ম্যাচের ২০ মিনিটে মায়ামির আক্রমণ ঠেকাতে গিয়ে নিজের ডি-বক্সে বল হাতে লাগে টাইগ্রেসের হাভিয়ের অ্যাকুইনোর। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন, আর ঠান্ডা মাথায় গোল করে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মায়ামির রদ্রিগো দে পল ও টাইগ্রেসের উরুগুইয়ান মিডফিল্ডার ফের্নান্দো গরিয়ারানের মধ্যে তর্কবিতর্ক হয়, তবে সুয়ারেজ নিজেই এগিয়ে এসে পরিস্থিতি সামলে দেন।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে যোগ করা সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করায় লাল কার্ড দেখেন মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। দ্বিতীয়ার্ধে তাই তাকে গ্যালারির সামনের সারি থেকে খেলা দেখতে হয়।

৬৭ মিনিটে ম্যাচে ফেরে টাইগ্রেস। আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে পাঠান বল, সমতায় ফিরে আসে ম্যাচ। তবে শেষ হাসি হেসেছে মায়ামিই। ৮৭ মিনিটে আবারও অ্যাকুইনোর হাতে বল লাগায় ভিএআরের সাহায্যে দ্বিতীয় পেনাল্টি পায় মায়ামি। এবারও আত্মবিশ্বাসী সুয়ারেজ বল পাঠান জালে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago