ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে সুয়ারেজ
আরও এক মৌসুমের জন্য ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাবটি।
আগামী জানুয়ারিতে ৩৯ বছরে পা দিতে যাওয়া সুয়ারেজ ২০২৪ সালে লিওনেল মেসির দলে যোগ দেন। এরপরই ক্লাবের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০২৫ মৌসুমে ইন্টার মায়ামিকে এনে দেন এমএলএস কাপ ও ইস্টার্ন কনফারেন্স শিরোপা।
বার্সেলোনা, লিভারপুল ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ইউরোপীয় ক্যারিয়ারে উজ্জ্বল সময় কাটানো সুয়ারেজ জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও লিগ কাপের মতো মর্যাদাপূর্ণ ট্রফি। সেই অভিজ্ঞতাই মায়ামির সাফল্যের বড় চালিকাশক্তি হয়ে উঠেছে।
ক্লাব এক বিবৃতিতে জানায়, 'ঐতিহাসিক ২০২৫ মৌসুম শেষ করার পরই সুয়ারেজ নতুন চুক্তিতে সই করেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণেই ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ ও এমএলএস কাপ জিতে তৃতীয় ও চতুর্থ শিরোপা নিশ্চিত করতে পেরেছে।'
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও উল্লেখযোগ্য সাফল্য পায় মায়ামি। সংস্কার করা ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোয় ওঠে দলটি এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালেও জায়গা করে নেয়।
২০২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছেন সুয়ারেজ। গোল করেছেন ১৭টি, করিয়েছেন আরও ১৭টি। মোট ৩৪টি গোলে সরাসরি অবদান রেখে প্রমাণ করেছেন বয়স কেবলই একটি সংখ্যা।


Comments