মায়ামির সঙ্গে নতুন চুক্তি করছেন মেসি

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি মায়ামিতেই তার অধ্যায় শেষ করতে যাচ্ছেন। ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি, ফলে ২০২৬ বিশ্বকাপের পরও মেজর লিগ সকারে (এমএলএস) দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে এএফপিকে দেওয়া ঘনিষ্ঠ সূত্র।

চুক্তি বাড়ানো মানে অন্তত ৩৮ বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতামূলক ফুটবলে থাকবেন মেসি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে নামবেন তিনি, আর সেই আসরের পরও এমএলএসে লড়াই চালিয়ে যাবেন। দুই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।

২০২৩ সালে পিএসজিতে হতাশাজনক সময় কাটিয়ে মায়ামিতে আসেন মেসি। তবে তার সোনালি ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে বার্সেলোনায়। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত কাতালান ক্লাবের হয়ে খেলেছেন ১৭ মৌসুম। এই সময়ে ১০ বার লা লিগা, আর ৪ বার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

জাতীয় দলেও তিনি সমান উজ্জ্বল। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন অধিনায়ক হিসেবে। এছাড়াও জিতেছেন দুটি মহাদেশীয় শিরোপা ও একটি ফিনালিশিমা। এখনো তিনি জানিয়েছেন, শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিতে চান আগামী বিশ্বকাপে।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি রেকর্ড গড়েছেন একের পর এক। ২০২৪ সালে প্লে-অফ থেকে দল বিদায় নিলেও সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হন তিনি। আর ২০২৫ সালে হয়ে যান এমএলএস ইতিহাসের সবচেয়ে দ্রুত ৪০ গোল পাওয়া খেলোয়াড়।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago