অবশেষে লিভারপুলে যোগ দিচ্ছেন ইসাক

ইংলিশ ফুটবলে আবারও নতুন রেকর্ড গড়তে যাচ্ছে লিভারপুল। সুইডিশ তারকা আলেকজান্ডার ইসাককে দলে টানতে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১২৫ মিলিয়ন পাউন্ডে সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি, যা ব্রিটিশ ট্রান্সফার ইতিহাসে নতুন রেকর্ড। অ্যাড–অনসহ এই চুক্তির মূল্য দাঁড়াতে পারে প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড।

সোমবারই ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছেছেন তিনি, কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি। গত মাসে লিভারপুলের ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল নিউক্যাসল। এরপর আর দলের সঙ্গে অনুশীলন বা ম্যাচে অংশ নেননি ২৫ বছর বয়সী ইসাক। তবে অবশেষে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে এসে মিলল কাঙ্ক্ষিত সমাধান।

এই গ্রীষ্মেই লিভারপুল ক্লাব রেকর্ড ভেঙেছিল জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টজকে দলে টেনে। ১০০ মিলিয়ন পাউন্ড প্রাথমিক ট্রান্সফার ফি'র সঙ্গে ১৬ মিলিয়ন অ্যাড–অন মিলে সেই চুক্তির মূল্য দাঁড়ায় ১১৬ মিলিয়ন পাউন্ড। ইসাক আসায় সেই রেকর্ডও ভাঙছে।

এছাড়া হুগো একিতিকে, মিলোস কেরকেজ, জেরেমি ফ্রিমপং, জর্জি মামারদাশভিলি, আরমিন পেসসি ও জিওভান্নি লেওনিকে যুক্ত করে ইতিমধ্যেই লিভারপুলের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪১৬.২ মিলিয়ন পাউন্ডে (অ্যাড–অন বাদে)। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে কোনো ইংলিশ ক্লাবের সর্বোচ্চ খরচ এটি। এর আগে ২০২৩ সালে চেলসি ৪০১.২ মিলিয়ন পাউন্ড খরচ করে এই রেকর্ড গড়েছিল।

তবুও এখানেই শেষ নয় লিভারপুলের কেনাকাটা। ক্রিস্টাল প্যালেস থেকে ইংল্যান্ড ডিফেন্ডার মার্ক গেহিকে আনার আলোচনাও চলছে।

অন্যদিকে, লুইস দিয়াজ, ডারউইন নুনিয়েজ, জারেল কোয়ানসাহ, কাওইমহিন কেলেহের, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, টাইলার মোর্টন ও বেন ডোককে বিক্রি করে প্রায় ১৯০ মিলিয়ন পাউন্ড পুনরুদ্ধার করেছে অ্যানফিল্ড ক্লাবটি।

এরই মধ্যে আর্নে স্লটের দল দুর্দান্ত ছন্দে রয়েছে। রোববার আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে লিগে টানা জয়ের ধারা বজায় রেখেছে তারা। এখন ইসাকের আগমন তাদের আক্রমণভাগে দেবে বাড়তি ধার।

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

17m ago