বাংলাদেশ দলে ডাক পেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেফট-ব্যাক জায়ান আহমেদ। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের দুই ম্যাচ সামনে রেখে ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী এ ফুটবলার।

চলতি মাসের শুরুর দিকে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার আগেই কোচিং স্টাফদের নজরে ছিলেন জায়ান। দলের ম্যানেজার শাহিন হাসান তখনই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভিয়েতনামের বিপক্ষে ৩ সেপ্টেম্বর অনূর্ধ্ব-২৩ দলে অভিষেকের আগেই জাতীয় দলের ডাক পাবেন এই ডিফেন্ডার।

আক্রমণাত্মক খেলার ধরণই মূলত জায়ানকে এনে দিয়েছে এই সুযোগ। তিনি নিয়মিত বাম প্রান্তে ওভারল্যাপ করে আক্রমণে সহায়তা করেন। তার এই বৈশিষ্ট্যই সম্ভবত প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার কারণ।

জায়ানকে দলে নেওয়ায় এখন জাতীয় দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা দাঁড়াল চারে। এর আগে দলে ছিলেন হামজা চৌধুরী, সমিত শোম ও ফাহামেদুল ইসলাম।

শাকিল আহাদ তপু, মেহেদি হাসান শ্রাবণ, শেখ মোরসালিন ও আল আমিন অনূর্ধ্ব-২৩ দলে খেলার কারণে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে ছিলেন না। এবার তারা ফিরেছেন প্রাথমিক দলে।

এছাড়া সাম্প্রতিক কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে উপেক্ষিত থাকার পর দলে ফিরেছেন ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ।

অন্যদিকে নেপাল ম্যাচে স্কোয়াডে থাকা ইসা ফয়সাল, পাপ্পু হোসেন, আরিফ হোসেন ও পাপ্পন সিং এবার বাদ পড়েছেন।

আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর হবে অ্যাওয়ে ম্যাচ।

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, সাদ উদ্দিন, তারিক রায়হান কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর সজিব, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানে, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, হামজা চৌধুরী, সমিত শোম, শেখ মোরসালিন, ফাহামেদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা।

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

55m ago