ডিফেন্স নিয়ে হতাশ বার্সেলোনা কোচ
বার্সেলোনার স্বপ্ন আবারো শেষ হলো রক্ষণভাগের দুর্বলতায়। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গনসালো রামোসের গোলে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। সেই হারের পর সরাসরি ডিফেন্সকে কাঠগড়ায় তুললেন কাতালান কোচ হ্যান্সি ফ্লিক।
বার্সার হাই লাইন ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগান আশরাফ হাকিমি। দ্রুতগতির দৌড়ে এগিয়ে গিয়ে তার ক্রস থেকে সহজ ফিনিশ করেন রামোস। ম্যাচ শেষে কোচ হ্যাসি ফ্লিক স্বীকার করেন, পিএসজি এক ধাপ এগিয়ে খেলেছে এবং এমন মানের প্রতিপক্ষের বিপক্ষে তাদের আরও ভালোভাবে রক্ষণ গড়তে শিখতে হবে।
গত মৌসুমেও সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে রক্ষণে দুর্বলতার কারণে বিদায় নিতে হয়েছিল কাতালানদের। দুই লেগে হজম করতে হয়েছিল ৭ গোল। এদিনও সেই একই দুর্বলতা সামনে চলে আসে।
ফ্লিক সাংবাদিকদের বলেন, '১-১ অবস্থায় আপনাকে আরও ভালোভাবে রক্ষা করতে হবে, ডিফেন্সিভ স্ট্রাকচার শক্ত করতে হবে। আমরা এই ভুল থেকে শিখব এবং পরের বার মানসম্পন্ন দলের বিপক্ষে আরও উন্নত হতে হবে।'
জার্মান কোচ অকপটে মেনে নেন, এদিন তার দল নিজেদের সেরা খেলতে পারেনি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থায় ছিল না।
তিনি বলেন, 'বলবার কিছু নেই যে আমরা একই স্তরে আছি। তবে আমি আমার দলকে বিশ্বাস করি, আজ আমাদের সেরা দিন ছিল না। আমরা আরও ভালো হতে প্রতিদিন অনুশীলন করি। এই ম্যাচ ভবিষ্যতের জন্য আমাদের অনেক সাহায্য করবে। পুরো দলকেই একসাথে আক্রমণ ও রক্ষা করতে হবে।'
পিএসজির খেলার দর্শন নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন ফ্লিক, 'তাদের দর্শন দারুণ। তারা তরুণ খেলোয়াড়দের নিয়ে খেলে, বলের ওপর গতি, মান এবং মানসিকতায় অসাধারণ।'
সবশেষে ফ্লিক জানান, বার্সা যখন নিজেদের সেরা খেলবে তখন লুইস এনরিকে'র পিএসজিকেও টেক্কা দিতে সক্ষম, 'আজ আমরা দেখলাম পিএসজির মান কেমন। আমি শতভাগ নিশ্চিত, আমরাও এই স্তরে খেলতে পারি।'


Comments