সহজ জয় পেলেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

নতুন মৌসুমের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার সন মোইক্সে মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগা শুরু করল কাতালানরা। তবে দুই লাল কার্ডের কারণে দ্বিতীয়ার্ধে নয়জন খেলোয়াড় নিয়ে মাঠে নামা প্রতিপক্ষের বিপক্ষে আরও বড় ব্যবধানে জিততে না পারায় সন্তুষ্ট নন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক।

এদিন রাফিনহা, ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের গোল নিশ্চিত করে দেয় জয়ের ব্যবধান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কার দুই খেলোয়াড় মোরলানেস ও মুরিকি। সংখ্যাগত সুবিধা নিয়েও দলকে 'অর্ধেক ক্ষমতায়' খেলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন ফ্লিক।

ম্যাচ শেষে এই কোচ বলেন, 'তিন পয়েন্ট নিয়ে শুরু করা অবশ্যই ভালো, কিন্তু আমি সন্তুষ্ট নই। দুই জন বেশি খেলোয়াড় থাকার পরও আমাদের আরও ভালোভাবে নিয়ন্ত্রণ নিতে হতো, আরও সুযোগ তৈরি করতে হতো। ৫০-৬০ শতাংশ দিয়ে নয়জন খেলোয়াড়ের বিপক্ষে খেলা যায় না। আমাদের দ্রুত খেলতে হবে, উন্নতি করতে হবে।'

ম্যাচে কিছু বিতর্কও হয়েছে। ইয়ামালের একটি শট ব্লক করতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রাইয়ো। কিন্তু খেলা থামাননি রেফারি, আর সেই সুযোগে ফেরান তোরেস দূরপাল্লার দারুণ এক শটে গোল করেন।

বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও ফ্লিক পরিষ্কার করে বলেন, 'আমি সবসময় বলি, রেফারি বাঁশি না বাজানো পর্যন্ত খেলতে হবে। সিদ্ধান্ত রেফারির, আমাদের সেটা মেনে নিতে হবে।'

তবে ম্যাচের নায়ক ছিলেন ইয়ামাল। এক গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন তিনি। কোচও ভরপুর প্রশংসা করলেন তরুণ তারকার। 'সে বিশেষ, সবাই তাকে অনুসরণ করছে। সবচেয়ে বড় কথা, ওর মধ্যে প্রচণ্ড প্রেরণা আছে। সবসময় নিজেকে উজাড় করে দেয়। অসাধারণ এক খেলোয়াড়।'

এছাড়া রাইট-ব্যাক হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স করা এরিক গার্সিয়ার প্রশংসা করেছেন ফ্লিক। কুন্দের কথাও বললেন, যিনি ২০৩০ পর্যন্ত চুক্তিতে আছেন। একই সঙ্গে প্রতিযোগিতামূলক অভিষেক হলো গোলরক্ষক হুয়ান গার্সিয়া, ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড ও লা মাসিয়ার প্রতিশ্রুতিশীল লেফট-ব্যাক জোফ্রে তোরেন্সের।

গোলরক্ষক হুয়ানকে নিয়ে সন্তুষ্ট ফ্লিক বলেন, 'সে দুর্দান্ত খেলেছে, আশা করি এভাবেই চালিয়ে যাবে।' তবে র‍্যাশফোর্ডের জন্য ম্যাচটা কঠিন ছিল, কারণ আক্রমণে পর্যাপ্ত জায়গা পাননি।

সব মিলিয়ে মৌসুমের প্রথম ম্যাচ থেকেই জয়ের ধারা গড়ে তুললেও কোচের চোখে আরও উন্নতির জায়গা স্পষ্ট। ফ্লিকের কড়া চাহিদা ও তরুণদের পারফরম্যান্সে শুরুটা যতটা ইতিবাচক, ততটাই প্রতিশ্রুতিময়ও বটে বার্সেলোনার জন্য।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago