বাংলাদেশ বনাম হংকং, চায়না

শুরুর একাদশে নেই শমিত, ফাহমিদুল

football fan
ছবি: ফিরোজ আহমেদ

কানাডা লিগ খেলা মিডফিল্ডার শমিত শোম এবং উইঙ্গার ফাহামেদুল ইসলামকে হংকং, চীনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে রাখেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। দলের অভ্যন্তরীণ একটি সূত্র এটি নিশ্চিত করেছে।

মিডফিল্ডে নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী, তার সঙ্গে থাকবেন সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র এবং শেখ মোরসালিন। রক্ষণে থাকবেন তারিক রায়হান কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন। আক্রমণে থাকছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা গতকাল ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘ যাত্রার পর মাত্র একদিনের অনুশীলনে অংশ নেওয়ায় শমিতকে পর্যবেক্ষণে রাখা হবে। অন্যদিকে, হংকং, চীনের বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে খেলতে যাওয়ায় ফাহামেদুলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি।

মজার বিষয় হলো, স্প্যানিশ কোচ কাবরেরা আজ সকাল পর্যন্ত ২৩ সদস্যের চূড়ান্ত দল গঠন নিয়ে ভাবনায় ছিলেন। শেষ পর্যন্ত পাঁচজন খেলোয়াড়—কিরমানে, মেহেদী হাসান, পাপ্পু হোসেন, জাহিদ হোসেন শান্ত ও আল আমিন—২৩ সদস্যের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দেখতে তার দর্শকরা বড় ম্যাচটি উপভোগ করতে মাঠে জড়ো হচ্ছেন।

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক রায়হান কাজী, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago