একাদশ নির্বাচন ছিল সঠিক, দাবি কাবরেরার

আবারও হারের বেদনায় ডুবে গেল বাংলাদেশ ফুটবল দল। কিন্তু কোচ হাভিয়ের কাবরেরা মনে করেন, কোনো ভুল করেননি তিনি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং, চীনের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হেরে গেলেও স্প্যানিশ কোচ দৃঢ়ভাবে বলেছেন, তার একাদশ ছিল একদম সঠিক।
এই ম্যাচের আগেই সমালোচনার ঝড় ওঠে, কেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম, তরুণ ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদকে প্রথম একাদশে রাখা হয়নি? এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্তে প্রশ্ন ওঠা ছিল স্বাভাবিক। কিন্তু ৪০ বছর বয়সী কাবরেরা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের পক্ষে একগাদা যুক্তি সাজান, একফোঁটাও অনুশোচনা প্রকাশ না করে।
নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে এই স্প্যানিশ কোচ বলেন, 'আমার কাছে ম্যাচের সবচেয়ে সুন্দর অংশ ছিল প্রথমার্ধে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবারও বলছি, আমার মতে আমি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এটি ছিল আমাদের খেলা সেরা ফুটবল। তাই একাদশ ছিল যথাযথ, খেলোয়াড়রাও ভালো খেলেছে।'
'দ্বিতীয়ার্ধে হংকং খুব ভালো দল, তারা কিছু সময় আমাদের উপর প্রভাব বিস্তার করবেই, এটা স্বাভাবিক। বিশেষ করে দ্বিতীয়ার্ধের প্রথম ৩০ মিনিটে তারা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। এরপর বদলি খেলোয়াড়দের নিয়ে পরিস্থিতি বদলে যায়, জামাল দারুণভাবে ফিরে এসেছে। তাই আমি একাদশ নিয়েও, বদলি খেলোয়াড় নিয়েও সন্তুষ্ট,' বলেন কাবরেরা।
প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শুরুতে ২-১ গোলে পিছিয়ে পড়ে। তখনই কোচ মাঠে নামান নতুন শক্তি -শামিত সোম, ফাহামেদুল ইসলাম ও অধিনায়ক জামাল ভূঁইয়া; পরে যোগ দেন জায়ান আহমেদ। এই পরিবর্তনের ফলও মেলে দ্রুত। ৩-৩ সমতায় ফিরে আসে বাংলাদেশ।
কিন্তু শেষ মুহূর্তে ভেঙে পড়ে রক্ষণভাগ। একের পর এক ভুলে আবারও হজম করতে হয় গোল। সমালোচনার তীর ছুটে যায় রাইট-ব্যাক সাদ উদ্দিনের দিকে। তার দুর্বল ডিফেন্ডিংয়ে ভেসে যায় সব পরিশ্রম। তবুও কাবরেরা সাদকে একা দোষ দিতে রাজি নন।
'আমরা হংকংয়ের আক্রমণভাগ নিয়ে অনেক আলোচনা করেছি, এবং বেশিরভাগ সময় আমরা তা ভালোভাবে সামলেছি। কিন্তু শেষ পর্যন্ত ওদের মান ভালো, এমনটা ঘটতেই পারে,' ব্যাখ্যা দেন তিনি।
'আমার কাছে এটা কেবল রক্ষণভাগের বিষয় নয়, শুধু ডিফেন্ডারদের দোষ নয়। ওই দুটি গোলের মুহূর্তে পুরো দলই বক্সের ভেতরে রক্ষণে যুক্ত ছিল। তাই এটা সবার ব্যাপার।'
তবে এই ম্যাচে পুরোপুরি ফিট হয়ে ফিরলেও তপু বর্মনকে শুরুতে না নামানো নিয়েও প্রশ্ন ওঠে। কাবরেরা পরে তপুকে নামালেও, তখনই হংকং সুযোগ নিয়ে গোল করে।
'হয়তো এই ক্ষেত্রে তপু আগে নামলে ভালো হতো,' স্বীকার করেন তিনি। 'তবে আমি মনে করি, আমাদের অনেক রক্ষণাত্মক প্রচেষ্টা সফল হয়েছিল। কিন্তু ওই দুটি মুহূর্ত ছিল দুর্ভাগ্যজনক। ভুল হয়েছে, এটাই সত্যি। তবে এটি রক্ষণভাগের নেতৃত্বের অভাব নয়। বরং এগুলো এমন ভুল, যা অনুশীলনে ঠিক করতে হবে। এমনটা আর চলবে না।'
সবশেষে ম্যাচ হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নেন এই স্প্যানিশ কোচ।
'আমি দায়িত্ব নিচ্ছি। পুরো দলই দায়িত্ব নিচ্ছে, তবে প্রধানত আমি নিজেই। কিন্তু এখন আমাদের সামনে এগোতে হবে। আমাদের এখনও সুযোগ আছে। সামনে হংকংয়ে আরেকটি ম্যাচ আছে, সেটি জিততে হবে। আমরা এখনও গ্রুপের শীর্ষে ওঠার লড়াইয়ে আছি, মাত্র তিন পয়েন্ট পেছনে,' বলেন কাবরেরা।
বাংলাদেশ দল শুক্রবার রাতেই উড়াল দেবে হংকংয়ের পথে। ১৪ অক্টোবর সেখানে ফিরতি ম্যাচে নামবে জামাল ভূঁইয়ার দল।
Comments