নেপালের বিপক্ষে প্রথম একাদশে নেই শমিত
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এই ম্যাচের প্রথম একাদশে রাখা হয়নি কানাডা প্রবাসী শমিত সোমকে।
সবশেষ কাই তাক স্পোর্টস পার্কে এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এসেছে এদিন। শাকিল আহাদ তপু ও শেখ মোরসালিনের সঙ্গে শমিতকে রাখা হয়নি এদিন। তাদের জায়গায় ফিরেছেন সোহেল রানা সিনিয়র, জামাল ভূঁইয়া এবং ফয়সাল আহমেদ ফাহিম।
শেষ কয়েকটি ম্যাচে হতাশাহজক পারফরম্যান্স করলেও গোলপোস্টের দায়িত্বে মিতুল মারমার উপরেই ভরসা রেখেছেন কোচ। রক্ষণে তপু বর্মণের সাথে রয়েছেন তারিক কাজী, সাদ উদ্দিন ও জায়ান আহমেদ। মাঝমাঠে হামজা চৌধুরী, ও সোহেল রানা জুনিয়রের সঙ্গে খেলবেন সোহেল রানা সিনিয়র ও জামাল ভূঁইয়া। আর ফরোয়ার্ডে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের একাদশ:
মিতুল মারমা; তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ; হামজা চোধুরী, জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র; রাকিব হোসেন, ফয়সাল হোসেন ফাহিম।


Comments