ফ্লাইট মিস করায় ঢাকায় আসতে দেরি হামজার

ছবি: ফিরোজ আহমেদ

নির্ধারিত ফ্লাইট মিস করায় ঢাকায় আসতে দেরি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর। দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, পরে অন্য একটি ফ্লাইটে উঠেছেন লেস্টার সিটির এই তারকা এবং সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন।

আমের খান বলেন, 'হামজা ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি। তার এজেন্ট আমাদের জানিয়েছেন, তিনি সন্ধ্যায় পৌঁছাবেন।'

আজ দুপুর ১২টায় ঢাকায় অবতরণের কথা ছিল এই ব্রিটিশ-বাংলাদেশি তারকার, তবে এখন তাকে একটু দেরিতে দেখা যাবে বিমানবন্দরে।

আগামীকাল একদিন বিশ্রাম নিয়ে তিনি অনুশীলনে যোগ দেবেন। বাংলাদেশ দল ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে নামবে দলটি। দুই ম্যাচই হবে ঢাকায়।

এদিকে, কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোমে মঙ্গলবার গভীর রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সদ্য শেষ হওয়া কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে তার দল ক্যাভালরি এফসি অতিরিক্ত সময়ে আতলেতিকো অটোয়ার কাছে ২-১ গোলে হেরে রানার্স-আপ হয়।

Comments

The Daily Star  | English