পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত দ্বৈরথ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। যদিও দুই দলই ইতোমধ্যে মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে, তবু এই লড়াই ঘিরে উত্তেজনা কমেনি একটুও। প্রতিবেশী দুই দেশের যেকোনো মুখোমুখি লড়াই মানেই বাড়তি আবেগ, বাড়তি প্রত্যাশা, খেলোয়াড় থেকে সমর্থক সবাইই তাকিয়ে থাকে এমন ম্যাচে।

প্রশ্নটা এখন একটাই, বাংলাদেশ কি অবশেষে ভারত-অভিশাপ কাটাতে পারবে?

২২ বছর ধরে ভারতকে হারাতে পারেনি লাল-সবুজের দল। শেষবার জয় এসেছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে, মাতিউর মুন্নার গোল্ডেন গোলে ২-১ ব্যবধানে। এরপর বহুবার কাছাকাছি গেলেও আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সর্বশেষ দেখা হয়েছিল চলতি বছরের মার্চে শিলংয়ে, যেখানে গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচটি।

গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

ফিফা র‌্যাঙ্কিং: ভারত ১৩৬, বাংলাদেশ ১৮৩

সর্বশেষ সাক্ষাৎ: ২৫ মার্চ, ২০২৫ - শিলং (0–0)

বাংলাদেশের ঘরের মাঠে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ: ১১ ডিসেম্বর, ২০০৯

ভারতের বিপক্ষে শেষ জয়: ১৮ জানুয়ারি, ২০০৩

শেষ পাঁচ ম্যাচ: ৪ ড্র, ভারত ১ জয়

বাংলাদেশ ২০২৫ সালে: ৭ ম্যাচ - ১ জয়, ২ হার, ৪ ড্র

ভারত ২০২৫ সালে: ১০ ম্যাচ - ২ জয়, ৩ হার, ৫ ড্র

সর্বমোট মুখোমুখি: ৩২ ম্যাচ - ভারত ১৬, বাংলাদেশ ৩, ড্র ১৩

দুই কোচের কথা

বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা:

"দুই দলই জয়ের জন্য মরিয়া। ভারত র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে, আর আমরা বহুদিন ধরে তাদের হারাতে পারিনি। তাই দুই দলের ওপরই চাপ রয়েছে।"

ভারত কোচ খালিদ জামিল:

"বাংলাদেশের সব খেলোয়াড়ই ভালো। শুধু হামজা চৌধুরী নয়, সবাইই বিপজ্জনক। তাই আমরা ম্যাচটি হালকাভাবে নিতে পারি না। ইতিবাচকভাবে খেলতে হবে এবং ভালো কিছু নিয়ে ফিরতে হবে।"

Comments

The Daily Star  | English