মিয়ানমারের অনাগ্রহে বদলে গেল প্রতিপক্ষ, নেপালের বিপক্ষে নামছে বাংলাদেশ

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। মিয়ানমারের অনাগ্রহের কারণে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত প্রস্তুতি ম্যাচটি বাতিল হওয়ায় এই নতুন ম্যাচের আয়োজন করা হয়েছে।

আগামী ১৮ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে মিয়ানমার। যার আয়োজক হিসেবে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নিয়েছিল আফগানিস্তান। এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশের হয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচ আয়োজনের সুযোগ ছিল। সেই প্রেক্ষিতে বাফুফে ১৩ নভেম্বর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমেও জানানো হয়েছিল।

কিন্তু পরবর্তীতে বাফুফে সূত্রে জানা যায়, মিয়ানমার ফুটবল ফেডারেশন (এমএফএ) আফগানিস্তানকে চিঠি দিয়ে জানিয়েছে তারা বাংলাদেশে এসে খেলতে আগ্রহী নয়। আফগান ফুটবল ফেডারেশন বিষয়টি বাফুফেকে জানায় এবং ১৩ নভেম্বরের ফ্রেন্ডলি ম্যাচটি বাতিল করার অনুরোধ করে।

এমন পরিস্থিতিতে দ্রুত অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (এএনএফএ) সঙ্গে যোগাযোগ করে বাফুফে এবং নেপাল দলকে রাজি করাতে সক্ষম হয় ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ দলের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে।

গোলাম গাউস বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, 'নেপাল আমাদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি খেলবে। এএনএফএর সঙ্গে কথা বলার পর আমরা বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।'

'আফগানিস্তানের বিপক্ষে ঢাকায় খেলতে চায়নি মিয়ানমার। যেহেতু এএফসি ম্যাচটির আয়োজক ছিল আফগানিস্তান, তাই তাদের মধ্যেই যোগাযোগ হয়। ওই ম্যাচ বাতিল হওয়ার পর আফগানিস্তান আমাদের সঙ্গে নির্ধারিত ফ্রেন্ডলিটিও বাতিল করে দেয়,' যোগ করেন গাউস।

উল্লেখ্য, বাংলাদেশ আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। লাল-সবুজরা এর আগে সেপ্টেম্বরের শুরুর দিকে নেপালে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়েছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago