আর্জেন্টিনা নাকি মায়ামির হয়ে খেলবেন মেসি?

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। পরদিন ভোর সাড়ে ৫টায় ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মেজর সকার লিগের (এমএলএস) ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেড। প্রশ্ন হলো, লিওনেল মেসি জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন নাকি ক্লাবের হয়ে খেলবেন?

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে থেকে বেশ আগেই আগামী ২০২৬ বিশ্বকাপে সরাসরি ঠাঁই নিয়েছে আর্জেন্টিনা। তাই আসন্ন প্রীতি ম্যাচগুলোতে পরীক্ষা-নিরীক্ষা করতে চান তাদের কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে, দলে ডাকা নতুনদের বাজিয়ে দেখার লক্ষ্য তার।

প্রীতি ম্যাচ হওয়ায় আর্জেন্টিনার হয়ে খেলা মেসির জন্য জরুরি না হলেও মায়ামি খুব করে চাইবে অভিজ্ঞ ফরোয়ার্ডকে। এমএলএস কাপের প্লে-অফ সামনে থাকায় আটলান্টার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে মায়ামি রয়েছে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিন নম্বরে।

তাই মেসি কোন ম্যাচে নামবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যদিও তিনি বর্তমানে অনুশীলন করছেন আর্জেন্টিনার সঙ্গে। তবে দুটি ম্যাচই ফ্লোরিডায় হওয়ায় সিদ্ধান্ত নেওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সুযোগ রয়েছে।

ভেনেজুয়েলাকে মোকাবিলার আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কোচ স্কালোনি যে ইঙ্গিত দিয়েছেন, তাতে মেসির মায়ামির হয়ে খেলার সম্ভাবনাই বেশি, 'আমরা মেসির সঙ্গে কথা বলেছি।  একাদশে কারা খেলবে, সেটা এখনও ঠিক করিনি। ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন করে আমরা সিদ্ধান্ত নেব।  এই ম্যাচগুলো আসলে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ এবং আমরা সেটাই করব। আমি নতুন কিছু বিকল্প যাচাই করে দেখতে চাই।'

আগামী ১৪ অক্টোবর আরেকটি প্রীতি ম্যাচে পুয়ের্তোরিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচের জন্য চমক রেখে ২৮ সদস্যের স্কোয়াড দিয়েছেন স্কালোনি। সেখানে নতুন মুখ তিনটি— গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও মিডফিল্ডার আনিবাল মোরেনো।

মেসিকে পাওয়ার আশা থাকলেও আরও পাঁচ ফুটবলারকে না পাওয়া নিশ্চিত মায়ামির। আন্তর্জাতিক বিরতিতে নিজ নিজ জাতীয় দলে খেলার জন্য ডাক পেয়েছেন রদ্রিগো দি পল, তেলাস্কো সেগোভিয়া, ইয়ান ফ্রে, মাতেও সিলভেত্তি ও নোয়াহ অ্যালেন।

শক্তি হারালেও পয়েন্ট তালিকার ১৪ নম্বরে ধুঁকতে থাকা আটলান্টার বিপক্ষে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো সেরাটা নিংড়ে দিতে চাইছেন, 'যতটা ভালোভাবে পারা যায় আমরা সামলানোর চেষ্টা করব। আমরা জানি, সামনের ম্যাচে বেশ কয়েকজনকে পাচ্ছি না। যারা থেকে গেছে, তাদেরকে তাই তরতাজা ও তৈরি দেখতে চাই।'

Comments