তারিকের ভুলে প্রথমার্ধ শেষে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ

ডি-বক্সের ভেতরে অমার্জনীয় ভুল করে বসলেন তারিক রায়হান কাজী। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পর স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করলেন ম্যাট ওর। পিছিয়ে পড়ার ধাক্কা নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ।
মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা।
বিরতির আগে হংকং অধিকাংশ সময় বল পায়ে রাখলেও দেখার মতো আক্রমণ গড়তে পারেনি। গোলমুখে তাদের নেওয়া তিনটি শটের দুটি ছিল লক্ষ্যে। আর বাংলাদেশ রক্ষণ সামলাতে মনোযোগী থাকায় প্রতিপক্ষের ডেরায় হানা দিতে পারেনি বললেই চলে। তারা গোলমুখে একটি শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।
একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ দল। কোচ হাভিয়ের কাবরেরা শুরুর একাদশে রেখেছেন শমিত সোম, জায়ান আহমেদ ও তপু বর্মণকে। জায়গা হারিয়েছেন তাজ উদ্দিন, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম।
রক্ষণ জমাট রাখার ছক কষেই খেলতে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা। তপু ও জায়ানের সঙ্গে আছেন শাকিল আহাদ তপু, তারিক রায়হান কাজী ও সাদ উদ্দিন। কিন্তু দুই দলের আগের ম্যাচের মতো এবারও ভুলের মাশুল দিতে হয়েছে কাবরেরার দলকে।
ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের ৩৬তম মিনিটে বিপদ ডেকে আননে সেন্টার-ব্যাক তারিক। কোনো চাপ না থাকলেও তালগোল পাকিয়ে ফেলেন তিনি। পিছলে পড়ায় হারানো বলের নিয়ন্ত্রণ আবার নিতে গিয়ে ডি-বক্সে ফাউল করে বসেন ফার্নান্দো পেদ্রেইরাকে।
সঙ্গে সঙ্গে বাজে পেনাল্টির বাঁশি। স্পট-কিক থেকে কোনো ভুল অবশ্য করেননি ওর। ঠাণ্ডা মাথায় মিতুলকে ভুল দিকে ছিটকে দিয়ে নিচু শটে হংকংকে এগিয়ে দেন তিনি। ৪৪তম মিনিটে বিপদ আরও বাড়তে পারত। বামদিক থেকে প্রতিপক্ষের ক্রস মিতুল ঠিকমতো গ্লাভসে জমাতে ব্যর্থ হওয়ার পর বল বিপদমুক্ত করেন এক ডিফেন্ডার।
প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ তৈরি করে বাংলাদেশ। সাদ উদ্দিনের ক্রসে ডি-বক্সে হেড করে বল বিপজ্জনক জায়গায় ফেলেন হামজা চৌধুরী। কিন্তু শমিত সোম পা ছোঁয়ানোর আগেই ছুটে গিয়ে তা ক্লিয়ার করেন চিউক পান।
Comments