বেলিংহামের গোলে জুভেন্তাসকে হারাল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের রাজত্বের ধারাবাহিকতা বজায় রেখেই বুধবার রাতে ইউরোপীয় মঞ্চে আরেকটি জয়ের গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ তারকা জুড বেলিংহামের একমাত্র গোলে ১৫ বারের চ্যাম্পিয়নরা ১-০ ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে জয়টা যেমন নিখুঁত প্রস্তুতি আসন্ন এল ক্লাসিকোর আগে, তেমনি গ্রুপে তিন ম্যাচে তিন জয়ে অদম্য রিয়াল এখন শীর্ষে একেবারে দৃঢ়ভাবে। যদিও ম্যাচের শুরুটা ছিল ধীরগতির, যেন দুদলই একে অপরকে পর্যবেক্ষণ করছিল। কিন্তু সময় গড়াতেই নিয়ন্ত্রণ নেয় জাবি আলোনসোর রিয়াল।

৫৭ মিনিটে আসে নির্ধারক মুহূর্ত। ভিনিসিয়ুস জুনিয়র বক্সে তিন ডিফেন্ডারের মাঝে জায়গা করে শট নেন, যা পোস্টে লেগে ফিরে আসে। সেখান থেকেই বেলিংহাম শিকারির প্রবৃত্তিতে রিবাউন্ডে বল জালে পাঠান। গ্রীষ্মে কাঁধের অস্ত্রোপচারের পর মৌসুমে এটাই ছিল তার প্রথম গোল।

এরপর রিয়াল দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। দারুণ কিছু সুযোগ পেলেও আর গোল আদায় করে নিতে পারেনি দলটি। এই জয়ে রিয়াল মাদ্রিদ এখন গ্রুপে শতভাগ জয়ে শীর্ষে, অন্যদিকে টানা সপ্তম ম্যাচেও জয়শূন্য থেকে শেষ করল টিউডরের জুভেন্টাস।

দিনের অপর ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ৫-১ ব্যবধানে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। টানা চার হারের পর দলটি শুরুতে রাসমাস ক্রিস্তেনসেনের গোলে পিছিয়ে যায়। এরপর হুগো একিতেকে, ভার্জিল ভ্যান ডাইক, ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো ও ডমিনিক সবলজাইয়ের গোলে জয় নিশ্চিত করে দলটি।

একই ব্যবধানে আয়াক্সকে হারিয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। মার্ক গুইয়ি ও ময়েসেস কায়সাদোর গোলে ইংলিশ ক্লাবটি এগিয়ে যাওয়ার পর ওট ওয়েঘোর্স্টের গোলে ব্যবধান কমায় আয়াক্স।  এরপর এঞ্জ ফার্নান্দেজ, এস্তেভাও ও তারিক জর্জের গোলে বড় জয় তুলে নেয় সবশেষ ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি।

অপর ম্যাচে ক্লাব ব্রুসের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। দলের হয়ে গোল চারটি করেছেন লেনার্ট কার্ল, হ্যারি কেইন, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago