মায়ামির সঙ্গে নতুন চুক্তি মেসির

ইন্টার মায়ামির সঙ্গে নিজের চুক্তির মেয়াদ বাড়িয়েছেন লিওনেল মেসি। নতুন এই চুক্তি অনুযায়ী আর্জেন্টাইন সুপারস্টার ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলবেন। বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাবটি।

ইন্টার মায়ামির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায়, ক্লাবের নতুন স্টেডিয়াম 'ফ্রিডম পার্ক'-এর মাঝখানে টেবিলে বসে চুক্তিতে স্বাক্ষর করছেন মেসি। ভিডিওটির ক্যাপশন ছিল সংক্ষিপ্ত, কিন্তু অর্থবহ, 'তার বাড়ি'।

ক্লাবের দেওয়া বিবৃতিতে মেসি বলেন, 'এখানে থেকে এই প্রকল্পের অংশ হতে পেরে আমি সত্যিই খুশি। এটা শুধু একটা স্বপ্ন নয়, বরং এখন এক অসাধারণ বাস্তবতা, এই নতুন স্টেডিয়ামে, মায়ামি ফ্রিডম পার্কে খেলা আমার কাছে আনন্দের।'

৩৮ বছর বয়সী মেসি আরও যোগ করেন, 'আমি যখন থেকে মায়ামিতে এসেছি, তখন থেকেই এখানে খুব সুখে আছি। তাই এখানে থেকে যাওয়া আমার জন্য সত্যিই আনন্দের।'

ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম বলেন, মেসির এই সিদ্ধান্ত তার 'শহর, ক্লাব ও খেলাটির প্রতি অঙ্গীকারের প্রতিফলন।'

বেকহ্যাম আরও বলেন, 'সে এখনও আগের মতোই অনুপ্রাণিত, জয় পেতে চায়। একজন মালিক হিসেবে আমরা ভাগ্যবান যে এমন একজন খেলোয়াড় আমাদের দলে আছে, যিনি খেলাটিকে এত ভালোবাসেন এবং যিনি এই দেশে ফুটবলকে জনপ্রিয় করতে ও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এতটা ভূমিকা রেখেছেন।'

মেসির বর্তমান চুক্তি ২০২৫ এমএলএস মৌসুম শেষে শেষ হওয়ার কথা ছিল। তবে গত মাসেই ক্লাব সূত্র জানিয়েছিল, চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়ে গেছে, তাই এই ঘোষণা ছিল সময়ের অপেক্ষা মাত্র।

নতুন এই চুক্তির ফলে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পরও মাঠে দেখা যাবে মেসিকে। ২০২৩ সালে পিএসজিতে ব্যর্থ সময় কাটানোর পর মেসি যোগ দেন মায়ামিতে। আসার পর থেকেই তিনি এমএলএসে বিপ্লব ঘটান, বাড়িয়ে দেন দর্শকসংখ্যা ও টিকিট বিক্রির রেকর্ড।

এমএলএস কমিশনার ডন গারবার বলেন, 'যখন লিওনেল মেসি এমএলএসকে নিজের পছন্দের লিগ হিসেবে বেছে নিলেন, সেটিই ছিল এক যুগান্তকারী মুহূর্ত, শুধু ইন্টার মায়ামির জন্য নয়, বরং সমগ্র উত্তর আমেরিকার ফুটবলের জন্য।'

মেসির উজ্জ্বল ক্যারিয়ারের বড় অংশ কেটেছে বার্সেলোনায়। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত সময়টায় তিনি ক্লাবটির হয়ে খেলেছেন, যেখানে জিতেছেন ১০টি লা লিগা শিরোপা এবং ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন করেন মেসি। আগামী বছরও ট্রফিটি ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে মেসির গোলসংখ্যা ১১৪। জাতীয় দলের হয়ে তিনি দুটি কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪) জিতেছেন।

আগামী বছর ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে মেসির, যা হবে ইতিহাসে প্রথম। যদিও তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও সেই রেকর্ডে সমতা আনতে পারেন।

৮ বার ব্যালন ডি'অর জয়ী মেসি এখন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড থেকে মাত্র তিন গোল দূরে।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ৯ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসি (৮ গোল), যার মধ্যে দুই গোল তিনি করেছিলেন ভেনেজুয়েলার বিপক্ষে নিজের হয়তো শেষ হোম ম্যাচে।

২০২৪ মৌসুমে ইন্টার মায়ামি প্লে-অফে বিদায় নিলেও এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছিলেন মেসি। পরের বছর, অর্থাৎ ২০২৫ সালে, তিনি এমএলএস ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে ৪০ গোলের মাইলফলক ছোঁন।

বর্তমান মৌসুমে মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি আবারও প্লে-অফে ফিরেছে। পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছে দলটি। গত শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ে মেসি করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ২৮ ম্যাচে ২৯ গোল করে জেতেন মৌসুমের 'গোল্ডেন বুট'।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago