তুরস্কের তরুণকে পেতে এমবাপে ছাড়া যে কাউকে ছাড়তে রাজি রিয়াল কোচ!

জুভেন্তাসের উদীয়মান তারকা কেনান ইয়িলদিজের দিকে নজর দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। ইতালিয়ান ক্লাবটির হয়ে উজ্জ্বল পারফরম্যান্সে ইউরোপজুড়ে আলোচনায় থাকা এই তরুণকে দলে টানতে নাকি এমবাপে ছাড়া কাউকেই ছাড় দিতে রাজি নন রি কোচ! এমনই বিস্ফোরক দাবি করেছেন ফুটবল এজেন্ট জিওভান্নি ব্রানকিনি।

২০ বছর বয়সী তুর্কি উইঙ্গার ইয়িলদিজকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে একাধিক ইউরোপিয়ান ক্লাব। আলোনসোর আগ্রহের পেছনে রয়েছে এক বিশেষ সংযোগ, বায়ার্ন মিউনিখে নিজের খেলোয়াড়ি জীবনের শেষ সময়ে তিনি দেখেছিলেন ইয়িলদিজের শৈশবের উত্থান। তাই সাবেক শিষ্যকে সান্তিয়াগো বার্নাব্যুতে এনে নতুন অধ্যায় শুরু করতে চান রিয়ালের স্প্যানিশ কোচ।

২০২৩ সালে জুভেন্তাসের অনূর্ধ্ব-১৯ দল থেকে সিনিয়র স্কোয়াডে পদোন্নতি পান কেনান ইয়িলদিজ। প্রথম পূর্ণ মৌসুমেই ঝলমলে পারফরম্যান্সে তিনি করেন ১২ গোল ও ৯টি অ্যাসিস্ট, ৫২ ম্যাচে মাঠ মাতান সব প্রতিযোগিতা মিলিয়ে, যার মধ্যে ক্লাব বিশ্বকাপও ছিল। ইয়িলদিজকে ঘিরেই নতুন এক চ্যাম্পিয়ন দল গড়ার স্বপ্ন দেখছে জুভেন্তাস।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে ম্যাচে জুভেন্তাসের অধিনায়ক হিসেবে মাঠে নামেন এই তুর্কি তারকা, খেলেন ৭৪ মিনিট। চলতি মৌসুমেও ছন্দে আছেন, ১০ ম্যাচে করেছেন ৪ গোল ও ২ অ্যাসিস্ট।

এজেন্ট ব্রানকিনি স্প্যানিশ দৈনিক এএসকে বলেন, 'কেনান ইয়িলদিজকে রিয়াল মাদ্রিদে চান জাবি আলোনসো। তাকে দলে আনতে এমবাপে ছাড়া যে কারও বিদায়ে রাজি তিনি। জুভেন্তাস এখন ১০০ মিলিয়ন ইউরো চাইছে।'

ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ইয়িলদিজের প্রতি আলোনসোর মুগ্ধতা ধরা পড়ে। তিনি বলেন, '(জুভেন্তাসের) দলে দারুণ কিছু খেলোয়াড় আছে, আর ইয়িলদিজ তাদের অন্যতম। ওর বিকাশ সত্যিই চমৎকার। আমি ওকে চিনি ও তখন বায়ার্নে ছিল, যখন আমিও সেখানে খেলতাম। ওর এই উন্নতি আমাকে সত্যিই খুশি করেছে।'

আলোনসো ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন, তারপরই অবসর নেন। অন্যদিকে ইয়িলদিজ ২০১২ সালে রেগেনসবার্গ থেকে বায়ার্নের একাডেমিতে যোগ দেন। যদি রিয়াল শেষ পর্যন্ত তাকে দলে নিতে পারে, তবে এটি শুধু আলোনসোর সঙ্গে পুনর্মিলন নয়, বরং জাতীয় দলের সতীর্থ আরদা গুলারের সঙ্গেও আবার একসঙ্গে খেলার সুযোগ এনে দেবে।

এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মধ্যে ইয়িলদিজের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে নিজেই এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন তরুণ এই ফরোয়ার্ড, ভবিষ্যতে লস ব্ল্যাঙ্কোসের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন তার আছে। যদিও সরাসরি ক্লাবের নাম নেননি, তিনি বলেন, 'প্রত্যেক শিশুই সেই স্টেডিয়ামে (বার্নাব্যু) খেলার স্বপ্ন দেখে। এটা বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামগুলোর একটি, আর সেখানে খেলার সুযোগ পাওয়া একেবারে স্বপ্নপূরণের মতো।'

এদিকে আলোনসো এখন প্রস্তুতি নিচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিজের প্রথম 'এল ক্লাসিকো'র জন্য। গত মৌসুমে বার্সেলোনার কাছে প্রতিবারই হেরেছিল মাদ্রিদ, তবে এবার নতুন কোচের আগমন ও দুর্দান্ত সূচনা তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

লা লিগায় নয় ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। হান্সি ফ্লিকের বার্সা দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়। ফলে রোববারের ক্লাসিকো হবে সমানে সমান লড়াইয়ের, যেখানে কাউকেই আগেভাগে ফেভারিট বলা যাচ্ছে না। তবে গোল করার দিক থেকে এগিয়ে বার্সা। তারা লিগে সর্বাধিক ২৪ গোল করেছে, যেখানে রিয়ালের গোল ২০টি। আশ্চর্যজনকভাবে এত গোলের পরও বার্সার কোনো খেলোয়াড় নেই শীর্ষ পাঁচ গোলদাতার তালিকায়। তালিকার শীর্ষে এমবাপে (১০ গোল), আর পঞ্চম স্থানে ভিনিসিয়ুস (৫ গোল)।

Comments

The Daily Star  | English

Experts from four countries invited to probe into Dhaka airport fire: home adviser

Says fire that spread fast due to chemicals, garment materials was contained in time

6m ago