২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনের লড়াইয়ে ওয়েম্বলি-ক্যাম্প ন্যু
২০২৮ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে শুধু জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনা।
এরপর ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার ২০২৯ সালের ফাইনাল আয়োজনের জন্য আগ্রহ দেখিয়েছে দুটি মাঠ। তাই লড়াই হবে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের মাঠ ওয়েম্বলি স্টেডিয়াম ও স্পেনের ক্লাব বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুয়ের মধ্যে।
২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল আয়োজনে আগ্রহীদের তালিকা শুক্রবার প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনের যে আলোচনা রয়েছে, তা নিশ্চিতভাবেই ২০৩০ সালের আগে আলোর মুখ দেখছে না।
সবশেষ ফাইনাল আয়োজনের পর আবারও ২০২৮ সালের শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য আবেদন করেছে আলিয়াঞ্জ অ্যারেনা। গত জুনে ৭৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে ইন্টার মিলানকে ৫-০ গোলে গুঁড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বাদ পায় পিএসজি।
আর কেউ আগ্রহ না দেখানোয় ২০২৮ সালের ফাইনাল আলিয়াঞ্জ অ্যারেনায় হওয়া একরকম নিশ্চিতই হয়ে গেছে। ২০১২ সালেও এই মাঠে হয়েছিল ফাইনাল।
ক্যাম্প ন্যু শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করেছিল ২৬ বছর আগে। ১৯৯৯ সালের রোমাঞ্চকর ম্যাচটিতে শেষ সময়ের নাটকীয়তায় বায়ার্নকে ২-১ গোলে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই পিছিয়ে পড়া রেড ডেভিলরা দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুবার জাল কাঁপিয়ে ছিনিয়ে এনেছিল অবিস্মরণীয় জয়।
অন্যদিকে, ওয়েম্বলি স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য বলা চলে নিয়মিত ভেন্যুগুলোর একটি। গত দেড় দশকে তিনবার মাঠটি ফাইনাল আয়োজন করেছে— ২০১১, ২০১৩ ও ২০২৪ সালে।
এবারের মৌসুমের অর্থাৎ ২০২৬ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরি জাতীয় ফুটবল দলের স্টেডিয়াম পুসকাস অ্যারেনায়। আর ২০২৭ সালের ফাইনালের ভেন্যু নির্ধারিত হয়েছে স্পেনের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়াম।
উয়েফার নির্বাহী কমিটি জানিয়েছে, ২০২৮ ও ২০২৯ সালের সব মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার ফাইনালের আয়োজক কারা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে।


Comments