বার্সেলোনা কবে ফিরতে পারে ক্যাম্প ন্যুতে?

ছবি: এএফপি

ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষ ধাপে পৌঁছে গেছে বার্সেলোনা। দীর্ঘ প্রায় দুই বছরের অপেক্ষা শেষে কাতালানরা তাদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে দলটির প্রত্যাবর্তন ঘটতে পারে ঐতিহাসিক এই স্টেডিয়ামে।

মঙ্গলবার স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এই খবর দিয়েছে। তারা আরও জানিয়েছে, ক্যাম্প ন্যুতে আগামী ১৪ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে পারে বার্সা। ২০২৩ সালের মে মাসে স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয়। সেকারণে গত দুই মৌসুমে (২০২৩-২৪ ও ২০২৪-২৫) হোম ভেন্যু হিসেবে অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামকে ব্যবহার করেছে তারা।

এর আগে স্প্যানিশ ক্লাবটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, আগামী ১০ আগস্ট হোয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে নতুন রূপে সজ্জিত ক্যাম্প ন্যুতে ফেরার পরিকল্পনা রয়েছে তাদের এবং ৩০ হাজার দর্শকের জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি। কিন্তু বার্সেলোনা শহরের সিটি কাউন্সিলের কাছ থেকে প্রয়োজনীয় 'দর্শক প্রবেশের অনুমোদন' মেলেনি তাদের। তাই সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে ঐতিহ্যবাহী গাম্পার ট্রফির ম্যাচটি তাই সরিয়ে নেওয়া হয়েছে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। তবে সেখানকার দর্শক ধারণক্ষমতা স্রেফ ৬ হাজার।

সংস্কারের পর ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ৫ হাজার। বার্সেলোনা ও সিটি কাউন্সিল একমত হয়েছে যে, স্টেডিয়ামটি সম্পূর্ণরূপে ব্যবহারের আগে ধাপে ধাপে খোলার ব্যবস্থা করা হবে। প্রথম ধাপে সেপ্টেম্বরের মধ্যে ৪৫ হাজার দর্শক ঢোকার সুযোগ পাবেন। এরপর অক্টোবরের মধ্যে দ্বিতীয় ধাপে প্রায় ৬০ হাজার দর্শকের মাঠে প্রবেশের অনুমতি মিলবে।

বার্সা ইতোমধ্যে ক্যাম্প ন্যুতে একাধিক 'প্রযুক্তিগত ও অপারেশনাল পরীক্ষা' পরিচালনা করেছে। সেখানে ম্যাচ আয়োজনের দিনে ভেন্যু ব্যবস্থাপনা, নিরাপত্তা, স্টাফদের চলাচল, ভিআইপিদের প্রবেশাধিকার, খাবার সরবরাহ ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়েছে। এসব সফল হলে এবং চূড়ান্ত ছাড়পত্র পাওয়া গেলে সেপ্টেম্বরে স্টেডিয়ামটি খোলা নিয়ে আর বাধা থাকবে না।

বার্সেলোনা শিগগিরই লা লিগা ও উয়েফার প্রতিনিধিদের ক্যাম্প ন্যুতে স্বাগত জানাবে। তবে ঐতিহ্যবাহী স্টেডিয়ামটিতে তাদের ফেরা সম্পূর্ণভাবে নির্ভর করছে সিটি কাউন্সিলের অনুমোদন পাওয়ার ওপর।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

10h ago