তোরেসের হ্যাটট্রিকে টেবিলে অবস্থান শক্ত করল বার্সেলোনা
কিছু বুঝে উঠার আগেই গোল হজম করা বার্সেলোনাকে প্রথমার্ধেই দারুণ হ্যাটট্রিকে খেলায় ফেরান ফেরান তোরেস। পরে গোল করেন লামিন ইয়ামায়ালও। রিয়াল বেটিসের মাঠে ৮ গোলের ম্যাচ জিতে টেবিলে অবস্থান শক্ত করেছে বার্সেলোনা।
শনিবার লা লিগায় রিয়াল বেটিসকে ৫-৩ গোলে হারিয়েছে বার্সা। শুরুতেই গোল হজম করার পরও বার্সা সহজ জয় তুলে নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান চার পয়েন্টে বাড়িয়েছে।
ম্যাচের ছয় মিনিটে অ্যান্টনির গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। কিন্তু ১৩ মিনিটের মধ্যেই দুই গোল করে দলকে এগিয়ে নেন তোরেস। আর রুনি বারদগি ক্লাবের হয়ে তার প্রথম লা লিগা গোল করে ৩০ মিনিটের খানিক পরেই ব্যবধান ৩-১ হয়ে যায়। বিরতির আগে তোরেস তার হ্যাটট্রিকও পূর্ণ করেন।
লামিন ইয়ামালের পেনাল্টিতে বার্সার লিড আরও বাড়ে। তবে বেটিস লড়াই ছেড়ে দেয়নি—৮৫ মিনিটে কর্নার থেকে দিয়েগো ইয়োরেন্তে ব্যবধান কমান। পাঁচ মিনিট পর কুচো হার্নান্দেজ পেনাল্টি থেকে আরেকটি গোল করেন। তবে শেষ পর্যন্ত তা আর যথেষ্ট হয়নি, বার্সা জয় ধরে রাখে।
দিনের আরেক ম্যাচে তৃতীয়-স্থানে থাকা ভিয়ারিয়াল গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে। আর প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া পেনাল্টিতে দেপোর্তিভো আলাভেস রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে।
১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। ২৪ পয়েন্ট নিয়ে বেটিস আছে পঞ্চম স্থানে।


Comments