টনির জোড়া গোলে রোনালদোর আল-নাসরের প্রথম হার

সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেল ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল-নাসর। শুক্রবার পাঁচ গোলের নাটকীয় ম্যাচে ইংলিশ ফরোয়ার্ড ইভান টনির জোড়া গোল ও এক অ্যাসিস্টে আল-আহলির কাছে ৩-২ ব্যবধানে হেরে যায় শীর্ষে থাকা দলটি।

ম্যাচের শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে স্বাগতিক আল-আহলি। সপ্তম মিনিটেই দ্রুতগতির আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইভান টনি। থামেননি ইংলিশ ফরোয়ার্ড, ১৩ মিনিট পর আবারও জাল কাঁপিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথম ২০ মিনিটেই দুই গোল খেয়ে চাপে পড়ে যায় আল-নাসর।

তবে বিরতির আগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রোনালদোর দল। ডিফেন্ডার আবদুলেলাহ আল-আমরি একাই ম্যাচে সমতা ফেরান। প্রথমে দূরপাল্লার শক্তিশালী শটে গোল করেন তিনি, এরপর হেডে দ্বিতীয় গোল করে স্কোরলাইন ২-২ করে দেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টনির সৃষ্টিশীলতায়। বক্সের ভেতরে চমৎকার এক ফ্লিকে সুযোগ তৈরি করে দেন তিনি, আর তুর্কি ডিফেন্ডার মেরিহ ডেমিরাল নিখুঁত ফিনিশে আল-আহলিকে এনে দেন জয়সূচক গোল।

এই হারে ভেঙে যায় আল-নাসরের ১১ ম্যাচের অপরাজিত ধারা। এর মধ্যে ছিল লিগ ইতিহাসে রেকর্ড ১০ ম্যাচের টানা জয়ের শুরু, যা গত মঙ্গলবার আল-ইত্তিফাকের বিপক্ষে ২-২ ড্রয়ের মধ্য দিয়ে থেমেছিল।

পরাজয় সত্ত্বেও লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল-নাসর, দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে তারা এগিয়ে দুই পয়েন্টে। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল-আহলি।

Comments

The Daily Star  | English