স্প্যানিশ সুপার কাপে এমবাপেকে পাচ্ছে না রিয়াল
হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন কিলিয়ান এমবাপে। তাই চলতি সপ্তাহে স্প্যানিশ সুপার কাপে খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকারের।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করেছে রিয়াল। সেখানে এবারের মৌসুমে স্প্যানিশ ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা এমবাপেকে রাখা হয়নি।
বেশ কিছুদিন ধরে বাম হাঁটু ভোগাচ্ছে এমবাপেকে। গত সপ্তাহে তার সেই সমস্যা আরও বেড়েছে। ২৭ বছর বয়সী ফুটবলারের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তাকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।
সুপার কাপের সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে জাবি আলোনসোর শিষ্যরা। এর আগে বুধবার রাতে অন্য সেমিতে বার্সেলোনা লড়বে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।
গত জুন মাসে রিয়ালের কোচের দায়িত্ব নেওয়া বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আলোনসো হতাশাজনক পারফরম্যান্সের কারণে বেশ চাপে রয়েছেন। ১৯ ম্যাচ শেষে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে তার দল।
চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে ২৯ গোল করেছেন ভীষণ ছন্দে থাকা এমবাপে। লিগে ১৮ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি।

Comments