তৃতীয় নর্ম পেলেন তাহসিন

আন্তর্জাতিক মাস্টার উপাধির জন্য প্রয়োজনীয় তৃতীয় ও শেষ নর্ম অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান দাবাড়ু এফএম তাহসিন তাজওয়ার জিয়া। হাঙ্গেরিতে অনুষ্ঠিত ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টের দশম ও শেষ রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার গেরগেলি অ্যাকজেলকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

তবে ১৯ বছর বয়সী তাহসিন এখনই আন্তর্জাতিক মাস্টার উপাধি আনুষ্ঠানিকভাবে পাচ্ছেন না, কারণ তার রেটিং এখনো ২৪০০ হয়নি। বর্তমানে তার রেটিং ২৩৫৪। রেটিং ২৪০০ হলেই তিনি আন্তর্জাতিক মাস্টার উপাধি লাভ করবেন।

তাহসিন, বাংলাদেশের প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র। তিনি তার প্রথম ও দ্বিতীয় আইএম নর্ম অর্জন করেছিলেন যথাক্রমে ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একই প্রতিযোগিতায়।

দুটি রাউন্ডে খেলা ফারাগো ইভান মেমোরিয়াল টুর্নামেন্টে তাহসিনের নর্ম নিশ্চিত করতে ছয় পয়েন্ট প্রয়োজন ছিল। টুর্নামেন্টটিতে হাঙ্গেরির তিন গ্র্যান্ডমাস্টার, ভারতের দুই খেলোয়াড় (এর মধ্যে একজন আন্তর্জাতিক মাস্টার) এবং তাহসিন অংশগ্রহণ করেন। দশটি ম্যাচের মধ্যে কেবল ভারতের উপ্পালা আদর্শের বিপক্ষে একটি ম্যাচ হেরেছেন তাহসিন।

হাঙ্গেরির তিনজন গ্র্যান্ডমাস্টারকেই একবার করে হারিয়েছেন তাহসিন এবং প্রত্যেকের বিপক্ষে একটি করে ড্র করেন, যা তাকে শেষ নর্ম অর্জনে সহায়তা করে।

তাহসিনের এই স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago