অভিযোগের পর কলিকে সাময়িক বরখাস্ত শুটিং ফেডারেশনের
জাতীয় দলের শুটার কামরুন্নাহার কলিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। জাতীয় দল ক্যাম্পের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশনটি।
ফেডারেশনের পক্ষ থেকে ১ জানুয়ারি কলির নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনীর কাছে একটি চিঠির মাধ্যমে বরখাস্তের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে সিদ্ধান্তের কথা অবহিত করা হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসী জানান, জাতীয় দল ক্যাম্পের আচরণবিধির একাধিক ধারা ভঙ্গ করার কারণেই কলির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি আপাতত সাময়িক বরখাস্ত। কেন এই বরখাস্ত স্থায়ী করা হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে কলিকে।
এর আগে ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দারের বিরুদ্ধে নানা অনিয়ম, এমনকি যৌন হয়রানির অভিযোগ তুলে প্রকাশ্যে কথা বলেন কামরুন্নাহার কলি। তার সঙ্গে আরও কয়েকজন শুটারও এসব অভিযোগে সরব ছিলেন। তবে বরখাস্তের নোটিশে এসব অভিযোগের কোনো উল্লেখ করা হয়নি।
ফেডারেশন কর্মকর্তারা দাবি করছেন, কলির বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পুরোপুরি শৃঙ্খলাজনিত এবং অভিযোগের সঙ্গে এই বরখাস্তের কোনো যোগসূত্র নেই। তবু কলির অভিযোগের পরপরই এই সিদ্ধান্ত আসায় বিষয়টি ঘিরে শুটিং অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


Comments