এশিয়া কাপ

দুবাইয়ে ট্রফি উন্মোচন, এক মঞ্চে আট অধিনায়ক

ছবি: এসিসি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মঙ্গলবার জমকালো আয়োজনে উন্মোচন করা হয় ২০২৫ সালের এশিয়া কাপের ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি ও টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের অধিনায়ক।

ছবি: এএফপি
ছবি: এসিসি

বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, আরব আমিরাত ও হংকংয়ের অধিনায়করা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন ঝকঝকে ট্রফির পাশে।

ছবি: এসিসি
ছবি: এসিসি

ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়করা নিজেদের লক্ষ্য ও প্রত্যাশা প্রকাশ করেন। তাদের বক্তব্যে স্পষ্ট হয়— এদিন থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের আসরে জয়ের জন্য নিজেদের শতভাগ উজাড় করে দেবেন তারা।

ছবি: এসিসি
ছবি: এএফপি

Comments

The Daily Star  | English

Shibir leading in top two Ducsu posts

The results announced by the presiding officers of respective halls showed that Shadik won a total of 5,676 votes while his nearest candidate Abidul Islam Khan, from the JCD-backed panel, got 1,509

28m ago