এশিয়া কাপ ২০২৫

কে কী বলল দেখার ‘টাইম নাই’ বাংলাদেশের

Tanzim Hasan Sakib

পেসার তানজিম হাসান সাকিব বল করার সময় থাকেন বেশ আগ্রাসী, উইকেটে পেলে উদযাপনে শরীরী ভাষায় ছড়ান উত্তাপ। কথা বলায় এমনিতে শান্ত স্বভাবের হলেও বাংলাদেশকে নিয়ে চলা নানান বিশ্লেষকদের কথার কড়া জবাব দিলেন তিনি।

সম্প্রতি সাবেক ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন এক বিশ্লেষণে বাংলাদেশের পারফরম্যান্সের সমালোচনা করেছেন। এশিয়া কাপে ভারত যেমন শক্তিশালী দল, তাল মিলিয়ে বাকিরা ততটা না। তার দাবি ছিলো দক্ষিণ আফ্রিকাকেও এই আসরে যুক্ত করে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ বাড়ানো যেতে পারে। এমনকি ভারত-'এ' দলকেও এই আসরে যুক্ত করার কথা বলে মজা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এসব কথাবার্তা ক্রিকেটারদের নজরেও পড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে এই প্রসঙ্গ আসতেই বাউন্সার দেওয়ার চেষ্টা করলেন তানজিম 'দেখেন আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমার মুখ আছে আমি যে ইচ্ছা সেটাই বলতে পারবো। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নাই। কাজেই এগুলো আসলে ব্যাপার না। কে কী বলল না বলল (ব্যাপার না)। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। আমরা এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা খেলব। এখন আমাদের কে বড় দল, ছোট দল বলল ওটা আসলে দেখার কোন টাইমও নেই।  এটা দেখার কোন বিষয় না আমি মনে করি।'

সাম্প্রতিক ছন্দ, দলের শক্তির গভীরতা বিচারে সুপার ফোরে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকে বেশি ফেভারিট মনে করেন অনেকেই। এমনকি শ্রীলঙ্কার চেয়েও আফগানদের এগিয়ে রাখা হয় এই সংস্করণে।

এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে আফগানরা যদি নিজেদের দাবি করে তাহলে সেটা বুমেরাং করে দিতে চান তানজিম। অনেকটা প্রচ্ছন্ন হুমকির সুরেই তিনি বুঝিয়ে দিলেন কতটা চ্যালেঞ্জ দিতে তৈরি তারা, 'দাবি তারা করতে পারে (এশিয়ার দ্বিতীয় সেরা হিসেবে) তবে এটা সহজ হবে না, আমাদের বিপক্ষে তাদের খেলাটা সহজ হবে না। আমাদের পরের লক্ষ্য শ্রীলঙ্কার সঙ্গে, ওটা জেতার পরে ইনশাল্লাহ (আফগানিস্তানকে হারানো)'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago