ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে পাকিস্তান

ছবি: এএফপি

২০২৫ সালের টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের 'এ' গ্রুপের বহুল প্রতীক্ষিত লড়াইয়ে টস জিতেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা।

রোববার দুবাইতে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে শুভ সূচনা করেছে এবারের আসরে। তবে নেট রান রেটের হিসাবে ভারত গ্রুপের শীর্ষে ও পাকিস্তান দুইয়ে অবস্থান করছে।

দুই দলই আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে। কন্ডিশন ও পিচ বিবেচনায় স্পিন হতে পারে লড়াইয়ের ফল নির্ধারণে মোক্ষম অস্ত্র।

সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান খেলাচ্ছে বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ও লেগ স্পিনার আবরার আহমেদকে। অন্যদিকে, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত নিয়েছে তিন স্পিনারকে— বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল, বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।

নিজদের প্রথম ম্যাচে ভারত ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল এশিয়া কাপের স্বাগতিক দল সংযুক্ত আরব আমিরাতকে, আর পাকিস্তান ৯৩ রানের বড় জয় পেয়েছিল নবাগত দল ওমানের বিপক্ষে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ মিলিয়ে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার। যেখানে ভারতের জয় ১০টি, পাকিস্তানের ছয়টি। বাকি দুটি ম্যাচে ফল আসেনি।

সবশেষ টি-টোয়েন্টি সংস্করণের ২০২২ সালের এশিয়া কাপের সুপার ফোরে দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার দুবাইতেই ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

এবারের ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আবহটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। দুই দেশের ভূরাজনৈতিক টানাপোড়েনের কারণে তৈরি হয়েছে বিতর্ক। ভারতের অনেক রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে ম্যাচটি বয়কটের ডাকও এসেছে।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

Comments